22-03-2023, 02:34 PM
(22-03-2023, 01:46 PM)Jupiter10 Wrote: লেখা টা পড়লাম। শিবরাম চক্রবর্তীর যে ক্ষুদ্র প্রেমের মুহূর্ত তুলে ধরেছেন,প্রকৃত রূপে ওটাই আসল প্রেম। এর আগেও এই "সৃষ্টি" থ্রেডেও বহু ব্যক্তিত্বের জীবনের অনুকাহিনী তুলে ধরেছেন। সব ক'টায় হৃদয় বিদারক।অন্তরকে নাড়িয়ে দেয়।
আপনার এই লেখা প্রসঙ্গে একটা কথা বলতে চাই। কেউ একজন আমায় বলেছিল। লেখক হলে কি আর ধনী যায়? লেখকদের জীবনই ওই রকম। অভাব,আকাল। কখনও প্রেমের। কখনও অর্থের। কখনও বা সম্মানের।
দাদা আপনি কতটা এগ্রি করবেন জানিনা কিন্তু ক্রাইসিস তা সে কম হোক বাঁ বেশি কোথাও না কোথাও বুস্ট দেয় নিজেকে নতুন ভাবে চিনতে এবং অন্যের সামনে নিজের জীবন ফুটিয়ে তুলতে।