21-03-2023, 06:39 PM
(21-03-2023, 05:12 PM)Sanjay Sen Wrote: সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মত একটি প্রতিবেদন এটি। কথায় বলে গেঁয়ো যোগী ভিখ পায় না , এই মহান লেখকের ক্ষেত্রেও এই কথাটাই খাটে। ভবিষ্যতে এই ধরনের লেখা আরো চাই।
সে তো বটেই আসলে আমরা কোন কালই গুণের কদর করতে জানি না। সেকালেও না আর একালেও না। তবে এই দুঃখ-কষ্টের মধ্যেও সেন্স অফ হিউমার মারাত্মক ছিলো শিবরামের। মুক্তোরাম স্ট্রিটের মেসে ঘরে থাকলেও শিবরাম দরজার কড়ার ভেতর শেকল দিয়ে তালা ঝুলিয়ে রাখতেন। একজন শিবরাম-ভক্ত দেখা করতে এসেছেন। তালা খুলে দিতে অনুরোধ করায় শিবরাম বললেন, ''এক দিকের কাঁধ ঢুকিয়ে কেতরে কেতরে ঢুকে পড়ো।''
সেইভাবে ঢোকার পর শিবরাম ভক্ত বললেন, ''এ ভাবে তালা লাগিয়েছেন আপনি! চোর তো চাইলেই ঢুকে পড়তে পারে!''
''তা পারে। কিন্তু বেরোবে কী করে? ভেতরে ঢোকা যায় ঠিকই, কিন্তু শিব্রাম চাবি দিয়ে তালা না খুলে দিলে বেরোনো যায় না, পাল্লাদুটো গায়ে চেপে বসে।" হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন তিনি।