21-03-2023, 04:33 PM
(21-03-2023, 01:11 PM)ddey333 Wrote:
যে মানুষ টা অফিসিয়ালি আমার দায়িত্ব নিতে ভয় পায়, সামাজিক ভাবে আমাকে স্বীকৃতি দিতে চায় না, তার হাতে নিজেকে কেন তুলে দেব!
লিভ ইন খারাপ না ভালো সেই নিয়ে আমার কোন কথা নেই । আমি এমন বিজ্ঞ ব্যক্তিও না যে সেটা নিয়ে আলোচনা করবো । তবে এই লাইনটা পড়ে আমার মনে একটা কথা এসেছে । সেটাই বলছি ।
এই ব্যাপার গুলো , "দায়িত্ব নেয়া" "স্বীকৃতি দেয়া" "নিজেকে তুলে দেয়া" এগুলো থেকে বেড়িয়ে আসা দরকার । বিয়ে মানে নিজেকে তুলে দেয়া হওয়া ঠিক না । বিয়ে মানে কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়া হওয়া ঠিক না , বিয়ে মানে কেউ একজন আমার দায়িত্ব নেবে এটাও ঠিক না ।