21-03-2023, 03:31 PM
(21-03-2023, 02:28 PM)Bumba_1 Wrote: শিবরাম অর্থাৎ শিব্রাম পেটুক প্রকৃতির মানুষ ছিলেন .. মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন। বিশেষ করে রসগোল্লা, রাবড়ি ইত্যাদি মিষ্টান্ন। খাবারের ব্যাপারে তিনি লাজ-লজ্জার ধার ধারতেন নাএই স্বভাবটা অনেকটা তোমার মত। খাওয়ার ব্যাপারে বিশেষ করে নিমন্ত্রণ বাড়িতে তুমিও যেরকম লজ্জা নামক বস্তুটিকে বিসর্জন দিয়ে তবেই পদার্পণ করো।