21-03-2023, 02:57 PM
(This post was last modified: 21-03-2023, 02:59 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-03-2023, 02:43 PM)Bumba_1 Wrote: বুকে জমানো ব্যথা-বেদনা তো ছিলোই এবং সেই নিয়েই তার মতো একজন মহান লেখককে নিরবে চলে যেতে হয়েছিলো। আসলে সেই সময় তো সত্যিকারের লেখকেরা কদর পেতেন না, সেই সঙ্গে উপযুক্ত পারিশ্রমকও পেতেন না। তাই তাঁর শেষ জীবনটা খুবই কষ্টের ছিলো। বিশেষ করে অর্থকষ্ট। এই নিয়েই একটা ঘটনা বলি .. ‘'কল্লোল যুগ'' বইয়ে বন্ধুবর অচিন্ত্য সেনগুপ্ত শিবরাম সম্পর্কে শুধু ভালো ভালো কথা লেখেননি, প্রকাশক ডি এম লাইব্রেরিকে বলে রেখেছিলেন ওঁর কমপ্লিমেন্টারি কপি থেকে শিবরামকে একটা দিতে। ডি এম লাইব্রেরির কর্ণধার শিবরামকে চিনতেন। শিবরাম সেই বই চাইতে গেলে বললেন, ‘'কী করবেন বই নিয়ে, ফুটপাথে বেচে দেবেন তো? নাম খারাপ হবে আমাদের। তার চেয়ে দামটাই না হয় দিয়ে দিই। এই নিন পাঁচ টাকা।’'
হাতে টাকা পাওয়া মাত্রই শিবরাম ফুটপাথের উলটোদিকে চাচার হোটেলে গিয়ে ভালোমন্দ খেলেন, যা হান্ড্রেড পার্সেন্ট গল্পের শিব্রামীয়।
সত্যিই...... এই লাট্টু ঘুরতে ঘুরতে কত রঙ্গ যে দেখায় সবাইকে। কি আর বলার সেই সব দেখেই দর্শক হয়ে ওঠে লেখক আর সাদা পাতা ভরিয়ে দেয় আজব সব লেখায়। যা পড়ে অনেকেই বাহ্ বাহ্ করে তারপরে কদিন পরে মনেও রাখেনা। আবার অনেকে মনেও রাখে। বুকে স্থান দেয় কিন্তু ব্যাস ঐটুকুই। তার বেশি কিছুই করার থাকেনা। বোধহয় সেটাই সেরা প্রাপ্তি হয় সেই লেখকের।