21-03-2023, 02:43 PM
(21-03-2023, 02:34 PM)Baban Wrote: সত্যিই ফার্স্টক্লাস। ♥️
হারিয়ে ফেলেছে সব কিছুই সে বাস্তবিক ভাবে কিন্তু সব একি ছিল ওই ছোট্ট অন্তরেতে। নেই যে পাশে আজ আর কেউ তার একাই নিজের সাথী। সেই সাথীর হাত ধরেই ট্যাক্সি করে নতুন বাড়ি পৌঁছে গেলেন তিনি। অনেক জমানো ব্যাথা ওই বুকেই রেখে হালকা হয়ে নতুন করে বাঁচার লক্ষ এখন তার। কিন্তু তাও কি সব ভুলতে পেরেছেন? কে জানে?
বুকে জমানো ব্যথা-বেদনা তো ছিলোই এবং সেই নিয়েই তার মতো একজন মহান লেখককে নিরবে চলে যেতে হয়েছিলো। আসলে সেই সময় তো সত্যিকারের লেখকেরা কদর পেতেন না, সেই সঙ্গে উপযুক্ত পারিশ্রমকও পেতেন না। তাই তাঁর শেষ জীবনটা খুবই কষ্টের ছিলো। বিশেষ করে অর্থকষ্ট। এই নিয়েই একটা ঘটনা বলি .. ‘'কল্লোল যুগ'' বইয়ে বন্ধুবর অচিন্ত্য সেনগুপ্ত শিবরাম সম্পর্কে শুধু ভালো ভালো কথা লেখেননি, প্রকাশক ডি এম লাইব্রেরিকে বলে রেখেছিলেন ওঁর কমপ্লিমেন্টারি কপি থেকে শিবরামকে একটা দিতে। ডি এম লাইব্রেরির কর্ণধার শিবরামকে চিনতেন। শিবরাম সেই বই চাইতে গেলে বললেন, ‘'কী করবেন বই নিয়ে, ফুটপাথে বেচে দেবেন তো? নাম খারাপ হবে আমাদের। তার চেয়ে দামটাই না হয় দিয়ে দিই। এই নিন পাঁচ টাকা।’'
হাতে টাকা পাওয়া মাত্রই শিবরাম ফুটপাথের উলটোদিকে চাচার হোটেলে গিয়ে ভালোমন্দ খেলেন, যা হান্ড্রেড পার্সেন্ট গল্পের শিব্রামীয়।