21-03-2023, 02:28 PM
(21-03-2023, 02:16 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: "চা খাও বা না খাও আমাকে তো চাখাও!" শিবরাম যিনি নিজেকে শিব্রাম বলতে বেশি পছন্দ করতেন, সবচেয়ে পছন্দের ছিল শব্দ নিয়ে খেলা। মনে হয় না কোনদিন এমন কেউ আসবেন যিনি সত্যি সত্যিই শব্দের ওই খেলাটা আবার খেলতে পারবেন, সহাস্যে বলবেন এই বেদানা আমাকে বড়ই বেদনা দিল! তাঁর পন্ডিচেরি বনাম মস্কো কিংবা আপনি কী হারাইতেছেন আপনি জানেন না এরকম বহু লেখা যেগুলো ভাবতে শেখায় ভিন্ন ভাবে। সাহিত্যিক থেকে দর্পণ সবেতেই তিনি অনন্য।
তোমার এই সৃষ্টির পাতায় এই একটুকরো লেখা মন ছুঁয়ে গেল আবার।
শিবরাম অর্থাৎ শিব্রাম পেটুক প্রকৃতির মানুষ ছিলেন .. মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন। বিশেষ করে রসগোল্লা, রাবড়ি ইত্যাদি মিষ্টান্ন। খাবারের ব্যাপারে তিনি লাজ-লজ্জার ধার ধারতেন না। ‘'নকুড়মামার মাথায় টাক'’ থেকে শুরু করে বহু গল্পে তার উল্লেখ আছে।
যাইহোক, বুদ্ধদেব বসুর জ্যেষ্ঠা কন্যার বিয়েতে সাহিত্যিক শিবরাম আমন্ত্রিত। একে ওকে জিজ্ঞেস করে ইতিমধ্যেই খবর সংগ্রহ করে ফেলেছেন মেনুতে ছানার পায়েস আছে, রাবড়ির মতো সেটাও ওঁর আরেকটা প্রিয় বস্তু। অনেক সময় বিয়েতে ভালো ভালো জিনিস ফুরিয়ে যায়... ভি-আই-পি টেবিলে বসলে সে ভয় নেই। খাবার ডাক পড়তেই টুক করে গিয়ে বসে পড়লেন বরের বাবার পাশে।
হায়, সবই এল শুধু স্টার অ্যাট্রাকশনটাই এল না। শিবরাম মাঝে মাঝেই হাঁক দিচ্ছেন, '‘ছানার পায়েস কিন্তু এদিকে আসেনি।''
কয়েকবার সেটা শোনার পর বুদ্ধদেববাবুর বেয়াই আর পারলেন না। হাত জোর করে বললেন, ''শিবরামবাবু, এবার প্লিজ থামুন। আমি বরের বাবা, এটা ভালো দেখায় না।''
এরকম ছোট ছোট অনেক ঘটনা রয়েছে শিবরাম চক্রবর্তী জীবন নিয়ে। শুনতে চাইলে সময় করে আরো অনেক গল্প শোনাবো।