21-03-2023, 02:16 PM
"চা খাও বা না খাও আমাকে তো চাখাও!" শিবরাম যিনি নিজেকে শিব্রাম বলতে বেশি পছন্দ করতেন, সবচেয়ে পছন্দের ছিল শব্দ নিয়ে খেলা। মনে হয় না কোনদিন এমন কেউ আসবেন যিনি সত্যি সত্যিই শব্দের ওই খেলাটা আবার খেলতে পারবেন, সহাস্যে বলবেন এই বেদানা আমাকে বড়ই বেদনা দিল! তাঁর পন্ডিচেরি বনাম মস্কো কিংবা আপনি কী হারাইতেছেন আপনি জানেন না এরকম বহু লেখা যেগুলো ভাবতে শেখায় ভিন্ন ভাবে। সাহিত্যিক থেকে দর্পণ সবেতেই তিনি অনন্য।
তোমার এই সৃষ্টির পাতায় এই একটুকরো লেখা মন ছুঁয়ে গেল আবার।
তোমার এই সৃষ্টির পাতায় এই একটুকরো লেখা মন ছুঁয়ে গেল আবার।