20-03-2023, 10:51 PM
(20-03-2023, 10:34 PM)Bangla Golpo Wrote:(লেখিকা আপুর বানি)
(একটা ছোট্ট ভুল পুরো জীবনটাকে তছনছ করে দেয়। তাই কিছু করার আগে একবার হলেও ভাববেন, কোন ভুল করছেন না তো। আর সবসময় নিজের রাগকে কন্ট্রোলে রাখবেন। এই একটাই জিনিস আপনার পুরো জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। ভালো থাকবেন সবাই। গল্পটা আর বাড়ালাম না। কারণ এটা অনুগল্প হিসেবে লিখবো বলেই ভেবেছিলাম। তাও অনেক পর্ব হয়ে গিয়েছে। কেউ এটা বলবেন না যে গল্পে কেন হিরো হিরোইনের মিল দিলাম না। মূলত এই গল্পের কোন হিরো ছিল না। আর এই গল্পটাতে আমি ইচ্ছে করেই কোনো হিরো আনিনি। সব গল্পের হিরো হিরোইনের প্রয়োজন হয় না আর সবসময় হিরো হিরোইনের মিলনও সব গল্পের কাম্য বিষয় না। এটা সাধারণ একটা মেয়ের গল্প। কোন প্রেমের গল্প না। তাই এই গল্পে কোনো হিরো হিরোইনের মিল হয়নি। হয়েছে সত্যের জয়, আর অসত্যের পরাজয়। আর হ্যাঁ, গল্পের নাম নিয়ে কেউ কনফিউশনে পড়বেন না প্লীজ। গল্পে যেহেতু প্রেম আসেনি তাই আমি গল্পের নাম নিষিদ্ধ প্রেম দিয়েছিলাম, এটার অন্য অর্থও বোঝায় তবে এই গল্পের ক্ষেত্রে আমার এই নামটায় মাথায় এসেছিল। আশা করি সবাই বুঝতে পারবেন। শীঘ্রই নতুন গল্প আসবে। ততদিন পর্যন্ত সবাই উৎফুল্ল মনে তার অপেক্ষায় থাকুন। ভালো থাকুন।
(ধন্যবাদ সবাইকে)
শেষে লেখিকার কথা সবচেয়ে বেশি ভালো লাগলো । সধারনত আমরা এসব ক্ষেত্রে একজন knight in shining armor কে দেখতে পাই , যে মেয়েটিকে আপন করে নেয় সব জানার পর ও। আর তাতে মেয়টার জীবন ধন্য হয়ে যায় । জীবনে সঙ্গির দরকার আছে তাই বলে সঙ্গী পাওয়াই আল্টিমেট গোল নয় । সাধারনত এই ধরনের গল্পে এমনটাই দেখা যায় ।