19-03-2023, 10:42 PM
(19-03-2023, 04:45 PM)ddey333 Wrote: বাবানের বয়েস কত ঠিক জানি না তবে খুবই তরুণ সেটা জানি। কিন্তু ওর লেখা আজকাল শীর্ষেন্দুর কথা মনে পড়িয়ে দেয়।
এসব জায়গায় থেকে কতটা কি করতে পারবে কে জানে কিন্তু চাইলেই ও বাইরের জগতে বিখ্যাত হবার যোগ্যতা রাখে।
এমন মতামত পেলে দিল যে গার্ডেন গার্ডেন হয়ে যায় দাদা ❤
তোমাদের যে লেখা গুলো এতটা ভালো লাগে এটাই বল যোগায় এগিয়ে যেতে ♥️
(19-03-2023, 04:52 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: তোমার লেখার সবচেয়ে ভাল দিক হচ্ছে প্রথম পর্ব পড়ে কেউ আন্দাজ করতে পারবে না গল্পের মোড় কোনদিকে ঘুরবে। যেকোন মুহূর্তে ট্যুইস্ট আনার একটা অসম্ভব প্রাণবন্ত ব্যাপার আছে যেটা খুব কম লেখকের মধ্যে দেখেছি। এই ছুপা রুস্তম কতখানি এই ছুঁপান-ছুঁপায়ী খেলা খেলে সেটাই দেখার। তবে অতনুর সাথে একটু রেষারেষি দেখে মনে হচ্ছে রহস্য জমাট বাঁধছে! দ্বিতীয় পর্ব সম্ভবতঃ জট তৈরী করবে আর তৃতীয় পর্বে সে জট খোলা হবে। অপেক্ষায় আছি পরের পর্বের ভাই।
আমি টুইস্ট আনতে ভালোবাসি। তুমি সেটার সাক্ষী হয়েছো আমার কয়েকটা অনু গল্পে। আমার আদর গল্পটা পারলে বুঝবে টুইস্ট কতটা পছন্দ আমার
এটা যদিও একটা হালকা ফুলকা লেখা। হয়তো কিছু সেই ভাবেই বলতে চায় এই গল্প।