19-03-2023, 10:01 PM
(19-03-2023, 09:43 PM)S.K.P Wrote: আজ আপডেট আসার কথা ছিল দাদা।
একদম উচিৎ বলিয়াছেন মহাশয়, অদ্য এই কাহিনীর নূতন হালনাগাদ হইবার কথা ছিল। দুর্ভাগ্যবশতঃ, আমার পরম মিত্র এই রবিবারখানি নিজ কাহিনী চুমু-হামির হালনাগাদ করিবা নিমিত্ত আমা হইতে কাড়িয়া লহিয়াছে। বিস্তর কথা শুনাইবার পরেও তাহার বিশেষ হেলদোল নাই। অগত্যা রণে ক্ষান্ত দিয়াছি। আমার সাধের রবিবারখানির দখল এখন উহার হস্তে!
আমার চেষ্টা থাকিবে আগামী দুই দিনের মধ্যে এই কাহিনীর পরবর্ত্তী পর্ব্ব আনিবার। পাণ্ডুলিপিতে লিখা হইয়া গিয়াছে, এক্ষণে পাতা ধরিয়া অক্ষরবিন্যাস বা টাইপিং করিলেই হইবে। ওইটুকু সময় আমি বাহির করিয়া লইব আপনি চিন্তিত হইবেন না। বিজয়ের বিসিএস জয় যাত্রায় সফরসঙ্গী আপনি অবশ্যই থাকিবেন।