19-03-2023, 09:50 PM
(19-03-2023, 09:19 PM)Bumba_1 Wrote: এরকম মন্তব্য পেলে আনন্দে এবং আবেগে মনটা ভরে যায়। আমার মা একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি বলতেন "ভালো শিল্পী হতে গেলে প্রথমে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন।" সেই কথা সূত্র ধরে বলতে পারি .. আপনার মতো একজন মহান লেখক যে আমার মতো একজন অতি সাধারণ লেখকের প্রত্যেকটি উপন্যাসের নাম এবং লেখনীর যে এইভাবে বিশ্লেষণ করলেন তাতেই বোঝা যায় আপনি কত বড় মনের মানুষ, by the way আপনার স্ত্রীর যে আমার আঁকা পছন্দ হয়েছে তার জন্য আমার তরফ থেকে উনাকে ধন্যবাদ জানাবেন।
অবশ্যই দাদা। ছোট বেলা থেকে শুনে আসতাম, ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরী। এই নিয়ম সম্ভবত সব ক্ষেত্রেই প্রযোজ্য । আর শিল্পীর ধর্মই হল স্রোতের বিপরীতে হাঁটা। আমি মহান নই। তবে আপনাদের সমতুল হতে পারলেও নিজেকে ধন্য মনে করবো।
আপনার ছবিটা আমি নিয়ে রাখলাম দাদা।