19-03-2023, 08:28 PM
"কিছু কথা এবং..." প্রসঙ্গে আমার কিছু কথা মনে পড়ে গেল। আমাকে অনেকেই বহুবার অনুরোধ করে থাকেন "পরকীয়া" নিয়ে গল্প লিখতে। আমিও বহুবার বলে থাকি আমি অবশ্যই চেষ্টা করব। সে'কথা ভেবেই বেশ কিছু দিন ধরে পরকীয়া লেখার কথা মাথায় এসেছিল।একটা দুর্দান্ত প্লটও মাথার মধ্যে এসে গিয়েছিল সে'মুহূর্তে। একদিন ঠিক করলাম লিখতে বসার আগে গসিপের কিছু জনপ্রিয় লেখা পড়ে নেওয়া যাক। সেই মুহূর্তে সর্বাধিক জনপ্রিয় পরকীয়া গল্প বলতে বুম্বা দার "চক্রব্যূহে শ্রীতমা" আমার ল্যাপটপ স্ক্রিনে ভেসে এল। পড়া শুরু করলাম। কিন্তু আশ্চর্য রূপে আমাকে থামতে হল।মনে মনে বললাম, "একি!! এটা তো আমার প্লট। আমি ঠিক যেভাবে কল্পনা করেছিলাম। হুবহু এটাই তো"। বুঝলাম, মানে আমি এখন যেটা চিন্তা করছি সেটা "চক্রব্যূহের..." লেখক বহু আগেই ভেবে ফেলেছেন।
একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম। জানিনা এটা কাকতালীয় ভাবে না লেখকের সৃজনশীলতা। লেখকের প্রত্যেকটা গল্পের "নামকরণে" এটা বিশেষ প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ট্র্যাপ যাকে বলে। যেমন ধরুন "চক্রব্যূহ","নাগপাশ","গোলকধাঁধাঁ" সব কটায় কিন্তু একধরণের মরণফাঁদকে নির্দেশ করছে। ভীক্টীম যদি সঠিক উপায় না জানেন সেখান থেকে বেরনোর তাহলে তার মৃত্যু নিশ্চিত। জানি কোন কিছুই কাকতালীয় ভাবে হয়না। তবে গল্পের এই নামকরণেও লেখক আলাদা প্রশংসার দাবী করেন।
অজাচার, কাকওল্ড বহু ক্ষেত্রেই চূড়ান্ত ফ্যান্টাসির মধ্যে পড়ে। যার পাঠকও অনেক ক্ষেত্রেই নবযুবকরা হয়ে থাকেন। অপর দিকে পরকীয়া বাস্তবিক। সমাজের একটা কঠোর দিক। যার পাঠক অনেকটাই পরিণত পরিপক্ক বয়সের হয়। বলা যায় একটা নির্দিষ্ট বয়সের পর বাস্তবিক জগতের পরকিয়ার সঙ্গে সম্মুখীন হয় এবং ফ্যান্টাসির জগতেও পরকীয়া টাকে উপভোগ করে থাকে এবং যদি জীবনে পরকীয়ার সঙ্গে জড়িত হয় অথবা শিকার হয়। তবে তার পরিনতি গুলোকে ভালো ভাবে বুঝতে পারে।লেখক এখানে উপভোগও করিয়েছেন এবং ফলাফলও দেখিয়েছেন।
শেষে আসি ছবির বিষয়ে "রাতের আঁধারে একলা নর্তকীর ভিক্টোরিয়ান স্ট্রিট আলোর স্নান"। ছবিটা আমার স্ত্রী হঠাৎ করে দেখে বললেন, "ওয়াও! এটা তুমি এঁকেছো!" আমি বললাম, "না,না...তবে আমি এইরকম এঁকে দিতে পারি"। ও বলল, "খুব সুন্দর পেন্তিং! তুমি এই রকম একটা এঁকে দাও আমার জন্য। আমি দেওয়ালে টাঙ্গিয়ে রাখব"।
একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম। জানিনা এটা কাকতালীয় ভাবে না লেখকের সৃজনশীলতা। লেখকের প্রত্যেকটা গল্পের "নামকরণে" এটা বিশেষ প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ট্র্যাপ যাকে বলে। যেমন ধরুন "চক্রব্যূহ","নাগপাশ","গোলকধাঁধাঁ" সব কটায় কিন্তু একধরণের মরণফাঁদকে নির্দেশ করছে। ভীক্টীম যদি সঠিক উপায় না জানেন সেখান থেকে বেরনোর তাহলে তার মৃত্যু নিশ্চিত। জানি কোন কিছুই কাকতালীয় ভাবে হয়না। তবে গল্পের এই নামকরণেও লেখক আলাদা প্রশংসার দাবী করেন।
অজাচার, কাকওল্ড বহু ক্ষেত্রেই চূড়ান্ত ফ্যান্টাসির মধ্যে পড়ে। যার পাঠকও অনেক ক্ষেত্রেই নবযুবকরা হয়ে থাকেন। অপর দিকে পরকীয়া বাস্তবিক। সমাজের একটা কঠোর দিক। যার পাঠক অনেকটাই পরিণত পরিপক্ক বয়সের হয়। বলা যায় একটা নির্দিষ্ট বয়সের পর বাস্তবিক জগতের পরকিয়ার সঙ্গে সম্মুখীন হয় এবং ফ্যান্টাসির জগতেও পরকীয়া টাকে উপভোগ করে থাকে এবং যদি জীবনে পরকীয়ার সঙ্গে জড়িত হয় অথবা শিকার হয়। তবে তার পরিনতি গুলোকে ভালো ভাবে বুঝতে পারে।লেখক এখানে উপভোগও করিয়েছেন এবং ফলাফলও দেখিয়েছেন।
শেষে আসি ছবির বিষয়ে "রাতের আঁধারে একলা নর্তকীর ভিক্টোরিয়ান স্ট্রিট আলোর স্নান"। ছবিটা আমার স্ত্রী হঠাৎ করে দেখে বললেন, "ওয়াও! এটা তুমি এঁকেছো!" আমি বললাম, "না,না...তবে আমি এইরকম এঁকে দিতে পারি"। ও বলল, "খুব সুন্দর পেন্তিং! তুমি এই রকম একটা এঁকে দাও আমার জন্য। আমি দেওয়ালে টাঙ্গিয়ে রাখব"।