19-03-2023, 04:52 PM
তোমার লেখার সবচেয়ে ভাল দিক হচ্ছে প্রথম পর্ব পড়ে কেউ আন্দাজ করতে পারবে না গল্পের মোড় কোনদিকে ঘুরবে। যেকোন মুহূর্তে ট্যুইস্ট আনার একটা অসম্ভব প্রাণবন্ত ব্যাপার আছে যেটা খুব কম লেখকের মধ্যে দেখেছি। এই ছুপা রুস্তম কতখানি এই ছুঁপান-ছুঁপায়ী খেলা খেলে সেটাই দেখার। তবে অতনুর সাথে একটু রেষারেষি দেখে মনে হচ্ছে রহস্য জমাট বাঁধছে! দ্বিতীয় পর্ব সম্ভবতঃ জট তৈরী করবে আর তৃতীয় পর্বে সে জট খোলা হবে। অপেক্ষায় আছি পরের পর্বের ভাই।