19-03-2023, 02:35 PM
ভালো মন্দ দুই প্রজন্মেই আছে , এইজে স্বামীর প্রতি ভালোবাসা এখনো রয়ে গেছে । এটা এক দিক থেকে চিন্তা করলে ভালোই । বেশ রোম্যান্টিক ব্যাপারটা । কিন্তু অন্য দিক থেকে একটু চিন্তা করলে...
১৯ বছরের একজন মানুষ একলা হয়ে পরল তারপর সারাটি জীবন একাই কাটিয়ে দিলো । এর সঠিক অনুভুতি আমি হয়ত বলতে পারবো না , কারন এই অভিজ্ঞতা আমার নেই । কিন্তু একটু চিন্তা করলে ভয়াবহ মনে হচ্ছে । পদ্মাবতীর গল্প হয়ত পুরোপুরি শেষ হয়নি , তাই এখনি বলা ঠিক হচ্ছে না। কিন্তু বিপাশার শেষের চিন্তা গুলো পড়ে এই কথা গুলো বলছি ।
এমন নয় যে বর্তমানের মত নতুন সঙ্গী বেছে নেয়ার অপশন থাকলে , অথবা স্বাধীন জীবন যাপনের অপশন থাকলেই পদ্মাবতীর জীবন সুখি হতো । হয়ত এর চেয়ে আরও খরাপ জীবন হতে পারত । কিন্তু আশা তো থাকতো , বেঁচে থাকার ইচ্ছা তো থাকতো । এখানে যে আশাটাই শেষ হয়ে গেছে ।
একজন মৃত মানুষের সৃতি ছাড়া বেঁচে থাকার আর কোন রসদ এই পদ্মাবতীর নেই । অন্তত এখন পর্যন্ত যা দেখলাম তাতে এই মনে হচ্ছে ।
বেশি কথা বলে ফেললাম , ক্ষমা করবেন । আপনার লেখা সহজে পড়া যায় সাথে চিত্ত আকর্ষণ করে ।
লাইক এবং রেপুটেশন রইল ।
১৯ বছরের একজন মানুষ একলা হয়ে পরল তারপর সারাটি জীবন একাই কাটিয়ে দিলো । এর সঠিক অনুভুতি আমি হয়ত বলতে পারবো না , কারন এই অভিজ্ঞতা আমার নেই । কিন্তু একটু চিন্তা করলে ভয়াবহ মনে হচ্ছে । পদ্মাবতীর গল্প হয়ত পুরোপুরি শেষ হয়নি , তাই এখনি বলা ঠিক হচ্ছে না। কিন্তু বিপাশার শেষের চিন্তা গুলো পড়ে এই কথা গুলো বলছি ।
এমন নয় যে বর্তমানের মত নতুন সঙ্গী বেছে নেয়ার অপশন থাকলে , অথবা স্বাধীন জীবন যাপনের অপশন থাকলেই পদ্মাবতীর জীবন সুখি হতো । হয়ত এর চেয়ে আরও খরাপ জীবন হতে পারত । কিন্তু আশা তো থাকতো , বেঁচে থাকার ইচ্ছা তো থাকতো । এখানে যে আশাটাই শেষ হয়ে গেছে ।
একজন মৃত মানুষের সৃতি ছাড়া বেঁচে থাকার আর কোন রসদ এই পদ্মাবতীর নেই । অন্তত এখন পর্যন্ত যা দেখলাম তাতে এই মনে হচ্ছে ।
বেশি কথা বলে ফেললাম , ক্ষমা করবেন । আপনার লেখা সহজে পড়া যায় সাথে চিত্ত আকর্ষণ করে ।
লাইক এবং রেপুটেশন রইল ।