16-03-2023, 09:33 PM
(16-03-2023, 07:05 PM)Baban Wrote:জেনেও ভালো লাগছে যে আমার এসব ভুলভাল লেখাগুলো নিয়ে আলোচনায় হয়। জুপিটারদা এতদিন ধরে দুটো গল্পকে সন্তানের মতো আগলে রেখে এগিয়ে নিয়ে চলছে সফল ভাবে এটা সত্যিই একটা উদাহরণ হয়ে থাকবে লেখকের তার সৃষ্টির প্রতি আবেগ ও ভালোবাসা কতটা তাহার। এমনি এমনি তো আর এতো পাঠক পড়ে না সেসব।
কিন্তু এই কাকোল্ড আর অজাচারের মধ্যে সেরা কে এটা নিয়ে বিবাদ না হওয়াই শ্রেয়। দুই নিজের নিজের স্থানে সেরা হোক না। গল্পকে আমরা যদি সত্যিই ভালোবাসি তবে তার বিভাগগুলোর মধ্যে কে সেরা এটা নিয়ে কেন এমন ভাগাভাগি করবো? মনে রাখতে হবে এই সেক্স ফোরামকে কিন্তু দুই স্বাদের গপ্পো অনেকটা এগিয়ে নিয়ে গেছে নিজের মতো করে। আমি এখানে অন্য বিভাগ গুলো নিয়ে কথা বলছিনা মানে এটা নয় তাদের আকর্ষণ কিছু কম। কিন্তু সেক্স গল্পের ফোরামে এই দুই বিশেষ বিভাগ লোকের মনে আলাদা জায়গা করে রেখেছে এটা মানতেই হবে। অন্তরের সুপ্ত ইচ্ছা গুলো যখন গল্পের মাধ্যমে চরিতার্থ হয় তখন পাঠক ও লেখকের মধ্যে একটা অদৃশ্য যোগাযোগ জন্ম নেয়। সেগুলো সৃষ্টি ও মতামত এর মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় কিছু কিছু মতামত এমন উত্তেজিত করে তোলে লেখককে যে পরবর্তী কোনো পর্বে তার ছাপ পাওয়া যায়। লেখকের সৃষ্টির ইচ্ছা বহুগুন বেড়ে যায়।
এই যেমন জুপিটার দা এতদিন ধরে গল্প চালিয়ে যাচ্ছে সেটা এই জন্যই কারণ তার পাঠক আজও অপেক্ষায় থাকে কবে আবার নতুন ভাবে সৃষ্ট চরিত্র গুলো ফিরে আসবে পাঠকদের মাঝে। আর পাঠকদের এই ভালোবাসা বাধ্য করে লেখক জুপিটার কে লিখতে তো অবশ্যই সাথে নিজের চরিত্র দের সাদা পাতায় ফুটিয়ে তুলতে। নিজের কল্পিত মানুষ গুলোকে রঙ দিয়ে রাঙিয়ে বিলিয়ে দেয় বহু মানুষের মাঝে। এটা তখনি সম্ভব যখন অচেনা অজানা মানুষ গুলোর ভরসা পাশে থাকে।
তেমনি আমিও বা তুমিও এসব একের পরে এক সৃষ্টি করেছি। আমি জানিনা আমার আগে গল্পের সাথে পোস্টার বানিয়ে সংযোজন কে কে করতো কিন্তু এটা আমাকেও ভাবিয়েছিল নিজের সৃষ্টিকে কেননা আরও ভালো ভাবে ফুটিয়ে তুলি পাঠক দের মাঝে। আমার হাতে ফুটিয়ে তুলি আমার গল্পের নায়িকা ও খলনায়ক/ নায়িকা কে।
এই সব একসাথে মিলেমিশে আজ গসিপির দেশে আমরা সবাই একটু মাটি কিনতে পেরেছি। তাই আমি সবসময় বলি যে যে ধরণের গপ্পো পড়তেই মজা পাক না কেন নিজের প্রিয় বিভাগকে এগিয়ে রাখতে যেন অন্য বিভাগকে ছোট কেউ না করে। আমিই তো অজাচার পড়িনা। তার মানে এই নয় যে কোনোদিন চোখ বোলাইনি। বা যে কাকোল্ড একেবারেই পড়েনা সেও কি কোনোদিন ঘুরতে আসেনি এটা দেখতে যে কেমন হয় এসব অসভ্য গল্প একটু দেখি?
হয়তো এর মাধ্যমেই নতুন নতুন পাঠক যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি আগেও বলেছি আবারো বলছি - পুরোটাই লেখনীর ওপর নির্ভর করে। লেখনী শক্তি দারুন হলে তার মান ও আকর্ষণ বাড়বেই।
আমার কাকোল্ড গল্প নিয়ে দু কথা যদি বলি - আমি কোনোদিনই এমন কাকোল্ড গপ্পো লিখতে চাইনি যেখানে একজন তার কাছের মানুষটাকে ওপর একজনের সাথে মিলনে লিপ্ত দেখে তার ভেতরের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বরং আমার গল্পে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে সে বাধ্য হচ্ছে এমন কিছুর সাক্ষী হতে যা কোনোভাবেই তাকে উত্তেজিত তো করছেই না বরং ভেতরে ভয় রাগ ও হালকা দুঃখ নিয়ে আসছে। অনেক সময় তার অজান্তে তার সামনেই তার আপনজন পরপুরুষের দ্বারা সুখলাভ করেছে। বুম্বাদা শুরু থেকেই আমার গপ্পো পড়ে আসছে তাই তুমি জানো। আর এটাই হয়তো সবথেকে বেশি আকর্ষণ করেছে পাঠকদের যে তারা বারবার আমায় বলেছে অমন গল্প আবারো লিখতে। তোমার ওই পরিচিত মানুষজন যারা এসব পড়েছে কিংবা প্রতিনিয়ত যারা এই ফোরামে ঢুকে ওই গল্প গুলো আজও পড়ে তারা হয়তো ওই কিক টা আবারো অনুভব করতে চায়, ঠিক যেভাবে অজাচার বিভাগের কোনো একটা বিশেষ মুহুর্ত চিরকালের জন্য পাঠক মনে জায়গা করে নেয়। তা যে যৌনতার হতে হবে তার কোনো মানে নেই। সেটা প্রেমেরও হতে পারে। কিন্তু সেই লাইন গুলো পাঠের প্রথম অনুভূতি তারা বারবার অনুভব করতে চায় নতুন চরিত্রর মাধ্যমে।
তাই শেষে বলবো এই দুই বিশেষ বিভাগ নিয়ে আরও আরও গল্প আসতে থাকুক। পাঠক আরও বৃদ্ধি পাক। শুধুই বৃদ্ধি পেলে হবেনা, তারা যেন নিজের প্রিয় বিভাগের গল্প পড়তে পড়তে নিজেদের মূল্যবান মতামতও দেয়। তবেই তো লেখক আরও অনুপ্রেরণা পাবে ♥️♥️♥️♥️
আর শেষে বলি - আমাকে বাদশা বানালে, জুপিটার দাকে সম্রাট কিন্তু নিজেরটা বললে না। অমনি চেপে গেলে। তুমি যে গোটা ইনডাস্ট্রি হে
কবিতাটা একেবারে যথার্থ হয়েছে।
যথার্থ বলেছো , শুধু তুমি কেন Jupiter10 এই একই কথা বলবে যে, দুই বিভাগের মধ্যে কে সেরা এটা নিয়ে কখনোই দ্বন্দ্ব হওয়া উচিৎ নয়। তার চেয়ে বরং দুই বিভাগ থেকেই আরো ভালো ভালো গল্প আসুক, যাতে গসিপি আরো সমৃদ্ধশালী হয়ে ওঠে। কিন্তু একটা কথা বুঝতে হবে .. মেসি বা রোনাল্ডো কখনো নিজেদের মধ্যে মারপিট করে না বরং তারা সাক্ষাৎকারের সময় একে অপরের প্রশংসা করে। কিন্তু মারামারি করে তাদের ভক্তরা। আমিও সেটাই বলছি cuckold না incest এর মধ্যে কোনো বিভাগের গল্পগুলি বেশি popular এটা নিয়ে পাঠকদের মধ্যে একটা রেষারেষি থেকেই যাবে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মতো। তুমি আর Jupiter10 সম্পর্কে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, সেটা মোটেও আমি করিনি, করেছে তোমাদের ভক্তকুল। সত্যিই তো তোমরা বাদশাহ এবং সম্রাট।
আর আমি? না না আমি ইন্ডাস্ট্রি নই .. ইন্ডাস্ট্রি তো স্বয়ং অরুণ চ্যাটার্জী