16-03-2023, 09:24 PM
(16-03-2023, 05:53 PM)Somnaath Wrote: একদম সহমত তোমার সঙ্গে, তবে একেন বাবুর রুদ্ধশ্বাস রাজস্থান ট্রেলারটাও কিন্তু ব্যাপক ছিল, আশা করি সিনেমাটা হত্যাপুরীর মত bogus হবে না।
অবশ্যই ভালো হয়েছে, আমি নিজেও একেন বাবুর প্রত্যেকটি অ্যাডভেঞ্চার উপন্যাসের একজন ভক্ত। কিন্তু আমি বলতে চেয়েছি বাঙালি দর্শকেরা সম্পর্কের রসায়নের চলচ্চিত্রের থেকে বস্তাপচা ফ্যামিলি ড্রামা আর গোয়েন্দা গল্প নিয়ে সিনেমা দেখতে পছন্দ করে।
(16-03-2023, 06:44 PM)Sanjay Sen Wrote: নাহ্ , শেষ পাতা দর্শক দেখবে। তাছাড়া ট্রেলার দেখে যেটুকু বুঝলাম national award winning performance করে ফেলেছেন ভদ্রলোকটি।
যে ব্যক্তি মনের মানুষ এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো না, যে ব্যক্তি জাতিস্মর এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো না। সে কি আর অতনু ঘোষের এই সিনেমায় পাবে? এখন সব জায়গাতেই রাজনীতি, এখন নয় চিরকালই রাজনীতি ছিলো। তা না হলে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য এত যুগ অপেক্ষা করতে হতো না। বাঙালিরা জাতীয় স্তরে চিরকাল বঞ্চিত থেকে যায়। তবে পেলে ভালো, কিন্তু ট্রেলার দেখেই এই মন্তব্য করার পক্ষপাতী আমি নই।