16-03-2023, 08:48 PM
(16-03-2023, 07:23 PM)Baban Wrote: ওই মানুষটা একবার বলেছিলো "ঋতুপর্ণ এই প্রসেনজিৎকে জন্ম দিয়েছে আর অতনু, কৌশিক, গৌতম,সৃজিত এরা সবাই তাকে লালন পালন করছে।"
অতনু বাবু আর বুম্বাদার জুটিতে একটা দারুন ব্যাপার কাজ করে। প্রচন্ড রিয়েলস্টিক ভাবে প্রেসেন্ট করে লোকটাকে। ময়ূরাক্ষী কোনোদিন ভুলবোনা উফফফফ ওই বাবা ছেলের অমন মুহুর্ত গুলো। সৌমিত্র বাবু আর প্রসেনজিৎ কি করেছিল ওটাতে। রবিবার দেখা হয়নি কিন্তু শেষ পাতার ট্রেলার এ যা করলো আবার লোকটা বাপরে বাপ!! শেষের ওই সিন্টা গায়ে কাটা দেয়!!
এর বেশি কিছু লিখতে পারছিনা। বেশি লিখলে হাত ব্যাথা করে
ময়ূরাক্ষী তে সৌমিত্র বাবু আর বুম্বাদা অভিনয় করেননি তো, ওঁরা যা করেছেন সবকিছু ভেতর থেকে। দেখে মনে হচ্ছিল আমাদের বাড়িরই বাবা আর ছেলের কথোপকথন শুনছি বা দু'জনের সম্পর্ক দেখছি। এতটা realistic ভাবে ফুটে উঠেছিল ব্যাপারটা। তবে আমার কেন জানি না মনে হচ্ছে, শেষ পাতা তে বুম্বাদা আরেকখানা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে।