16-03-2023, 07:05 PM
(This post was last modified: 16-03-2023, 07:12 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-03-2023, 04:47 PM)Bumba_1 Wrote:
কিছু কথা এবং ..
ছবি এবং লেখাঃ- বুম্বা
আমাদের মধ্যে যেমন উত্তম না সৌমিত্র, হেমন্ত না মান্না, ইস্টবেঙ্গল না মোহনবাগান থেকে শুরু করে, মেসি না রোনাল্ডো .. কে সেরা , এই লড়াই যেমন চিরকাল ছিলো, আছে এবং থাকবে! ঠিক সেইরকম এই ফোরামে incest না cuckold এই দুই ধরনের বিভাগের গল্পগুলির মধ্যে কোন বিভাগ সেরা এবং কোন লেখক সেরা .. এই লড়াই তাদের ভক্তদের মধ্যে চিরকাল থেকে যাবে। তবে খুব সচেতনভাবেই incest এবং cuckold এই দুটি বিভাগ থেকে, বা বলা ভালো এই বিভাজন থেকে নিজেকে বাইরে রাখা আমি মনে করি একটা healthy competition থাকার অবশ্যই প্রয়োজন আছে। তবেই তো ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য বা আরো ভালো কিছু সৃষ্টির জন্য তাগিদ অনুভব করবে লেখকেরা। কিন্তু এই প্রতিযোগিতায় যেন কোনো নোংরা রাজনীতি না ঢোকে, এটাই কাম্য।
আমি এমনি এমনি কোনো কথা বলি না। তাই উপরোক্ত কথাগুলি বলার পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে। গতকাল সন্ধ্যেবেলায় আমাদের এখানকার একটি টাউন হলে বেশ কয়েকজন সংস্কৃতিমনস্ক মানুষের আড্ডা বসেছিলো। সাহিত্য, শিল্পকলা, চলচ্চিত্র, খেলাধুলা, রাজনীতি .. এইসব বিষয় কথা হতে হতে একসময় আলোচনা এসে দাঁড়ায় কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা কাহিনী বা উপন্যাসগুলি নিয়ে। এই প্রসঙ্গে কথা হবে, অথচ আদিরসাত্মক সাহিত্যের এক নম্বর ফোরাম গসিপি নিয়ে কথা হবে না, তা তো হয় না! এদের মধ্যে বেশিরভাগ ব্যক্তির বক্তব্য ছিলো পুরাতন গসিপের তুলনায় বর্তমানের গসিপিতে লেখা গল্পগুলি অধিকমাত্রায় উন্নত ধরনের (যদিও দু'একজন এর বিরোধিতা করেছিলো, এটাও ঠিক)। আমি যে গসিপিতে লেখালেখি করি সেটা ওনাদের মধ্যে সবাই জানতেন। কিন্তু আপনারা যারা এখানে লেখালেখি করেন, তারা একটা ব্যাপার শুনলে অবাক হয়ে যাবেন .. এখানকার বেশিরভাগ লেখককে তারা চেনেন (অর্থাৎ নাম শুনেছেন) এবং বেশ কিছু লেখকের ভালোরকম fan base তৈরি হয়েছে। নিষিদ্ধ বিষয় নিয়ে মানুষের মনে সর্বদা কৌতূহলের মাত্রা অধিক থাকে, এ কথা অনস্বীকার্য। তাই অজাচার এবং কাকোল্ড .. এই দুটি বিভাগ নিয়ে দেখলাম সবার আগ্রহটাই বেশি। তাদের কথাতে স্পষ্ট অজাচার গল্পের সম্রাট Jupiter10 এর বর্তমানে চলতে থাকা দুটি উপন্যাস যেন কোনোদিন শেষ না হয়, এই ভাবেই যেন চলতে থাকে বছরের পর বছর ধরে। কাকোল্ড গল্পের বেতাজ বাদশা Baban যেন একটি নতুন উপন্যাস শুরু করে .. এটাও স্পষ্ট হয়েছিলো তাদের কথায়। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম তা হলো, এই ফোরামের registered users এর থেকে guest users এর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। ওরাই ঠিক করে দেয় গল্পের views , যেখানে কোনোরকম তঞ্চকতা চলে না। ভালো-মন্দ মিশিয়ে আরও আরও, আরও আলোচনা হয় গসিপি নিয়ে .. সব কথা তো এখানে বলা সম্ভব নয়। তবে আমার সবথেকে বেশি গর্ববোধ হচ্ছিল এই ভেবে যে, এখানে তারা নিষিদ্ধ বিষয় নিয়ে লেখালেখি করে বলে নিজেদের পরিচয় গোপন রাখলেও (যদিও এটাই স্বাভাবিক) বাইরে তাদের ছদ্মনামের এত ক্রেজ এবং এরকম একটা ফোরামের একজন সামান্য সদস্য আমি। যাই হোক, আমি একজন আদ্যোপান্ত শিল্পী মানুষ, বিশেষ জটিলতা পছন্দ করি না। তাই কোনো বিষয়ে কথা হলে এবং সে কথাগুলি যদি আমার মন ছুঁয়ে যায়, তবে সেগুলিকে আমার মতো করে একটি সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রেও তাই করেছি .. অর্থাৎ incest এবং cuckold এই দুটি বিভাগের মধ্যে কে সেরা নিয়ে এই দ্বন্দ্বের প্রসঙ্গে নিজের মতো করে একটি কবিতা সৃষ্টি করে ফেলেছি। সবশেষে এটাই বলবো, আগেও যা বলেছি .. দ্বন্দ্ব চিরকাল থাকুক, কিন্তু স্বাস্থ্যকর প্রতিযোগিতাই কাম্য। তবেই তো গসিপির উন্নতি সাধন হবে, না হলে নয়, ভালো থাকবেন।
তুমি ভুলভাল, আমি সদাঠিকআমি মেইনস্ট্রিম , তুমি প্রান্তিক।আমি নাইভ নাইভ, তুমি সদা লাইভআমি বোকা বোকা, তুমি স্মার্ট টাইপ।তুমি বিন্দাস , আমি ঝড়ে হাঁস।আমি ক্রন্দন , তুমি উচ্ছাস।আমি উত্তাল , তুমি নতমুখআমি গর্জন , তুমি খুব চুপতুমি চাল কলা , আমি উড়ো খইআমি অনলাইন , তুমি ছেঁড়া বই।তুমি সেমিনার , আমি আলপথআমি খালি পা, তুমি রাজরথ।তবু বিষয়েই , চাই তোমাকেইতুমি হালফিলে , খুব ঠিকঠিকবলো মেইনস্ট্রিম , বলো প্রান্তিক !তাই জেনে নাও, আমি সন্ন্যাসমেঠো বনপথ , জুড়ে সন্ত্রাসতাই বিষয়ের , মোড় ঘোরাবোইতুমি কাটা ব্যাঙ , হতে বাধ্যইযত দিন যায় , বেলা গড়িয়েসব প্রান্তিক , যাবে ছড়িয়েই।কিছু নির্ভুল, কিছু কম ঠিকবলো মেইনস্ট্রিম , বলো প্রান্তিক।
জেনেও ভালো লাগছে যে আমার এসব ভুলভাল লেখাগুলো নিয়ে আলোচনায় হয়। জুপিটারদা এতদিন ধরে দুটো গল্পকে সন্তানের মতো আগলে রেখে এগিয়ে নিয়ে চলছে সফল ভাবে এটা সত্যিই একটা উদাহরণ হয়ে থাকবে লেখকের তার সৃষ্টির প্রতি আবেগ ও ভালোবাসা কতটা তাহার। এমনি এমনি তো আর এতো পাঠক পড়ে না সেসব।
কিন্তু এই কাকোল্ড আর অজাচারের মধ্যে সেরা কে এটা নিয়ে বিবাদ না হওয়াই শ্রেয়। দুই নিজের নিজের স্থানে সেরা হোক না। গল্পকে আমরা যদি সত্যিই ভালোবাসি তবে তার বিভাগগুলোর মধ্যে কে সেরা এটা নিয়ে কেন এমন ভাগাভাগি করবো? মনে রাখতে হবে এই সেক্স ফোরামকে কিন্তু দুই স্বাদের গপ্পো অনেকটা এগিয়ে নিয়ে গেছে নিজের মতো করে। আমি এখানে অন্য বিভাগ গুলো নিয়ে কথা বলছিনা মানে এটা নয় তাদের আকর্ষণ কিছু কম। কিন্তু সেক্স গল্পের ফোরামে এই দুই বিশেষ বিভাগ লোকের মনে আলাদা জায়গা করে রেখেছে এটা মানতেই হবে। অন্তরের সুপ্ত ইচ্ছা গুলো যখন গল্পের মাধ্যমে চরিতার্থ হয় তখন পাঠক ও লেখকের মধ্যে একটা অদৃশ্য যোগাযোগ জন্ম নেয়। সেগুলো সৃষ্টি ও মতামত এর মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় কিছু কিছু মতামত এমন উত্তেজিত করে তোলে লেখককে যে পরবর্তী কোনো পর্বে তার ছাপ পাওয়া যায়। লেখকের সৃষ্টির ইচ্ছা বহুগুন বেড়ে যায়।
এই যেমন জুপিটার দা এতদিন ধরে গল্প চালিয়ে যাচ্ছে সেটা এই জন্যই কারণ তার পাঠক আজও অপেক্ষায় থাকে কবে আবার নতুন ভাবে সৃষ্ট চরিত্র গুলো ফিরে আসবে পাঠকদের মাঝে। আর পাঠকদের এই ভালোবাসা বাধ্য করে লেখক জুপিটার কে লিখতে তো অবশ্যই সাথে নিজের চরিত্র দের সাদা পাতায় ফুটিয়ে তুলতে। নিজের কল্পিত মানুষ গুলোকে রঙ দিয়ে রাঙিয়ে বিলিয়ে দেয় বহু মানুষের মাঝে। এটা তখনি সম্ভব যখন অচেনা অজানা মানুষ গুলোর ভরসা পাশে থাকে।
তেমনি আমিও বা তুমিও এসব একের পরে এক সৃষ্টি করেছি। আমি জানিনা আমার আগে গল্পের সাথে পোস্টার বানিয়ে সংযোজন কে কে করতো কিন্তু এটা আমাকেও ভাবিয়েছিল নিজের সৃষ্টিকে কেননা আরও ভালো ভাবে ফুটিয়ে তুলি পাঠক দের মাঝে। আমার হাতে ফুটিয়ে তুলি আমার গল্পের নায়িকা ও খলনায়ক/ নায়িকা কে।
এই সব একসাথে মিলেমিশে আজ গসিপির দেশে আমরা সবাই একটু মাটি কিনতে পেরেছি। তাই আমি সবসময় বলি যে যে ধরণের গপ্পো পড়তেই মজা পাক না কেন নিজের প্রিয় বিভাগকে এগিয়ে রাখতে যেন অন্য বিভাগকে ছোট কেউ না করে। আমিই তো অজাচার পড়িনা। তার মানে এই নয় যে কোনোদিন চোখ বোলাইনি। বা যে কাকোল্ড একেবারেই পড়েনা সেও কি কোনোদিন ঘুরতে আসেনি এটা দেখতে যে কেমন হয় এসব অসভ্য গল্প একটু দেখি?
হয়তো এর মাধ্যমেই নতুন নতুন পাঠক যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি আগেও বলেছি আবারো বলছি - পুরোটাই লেখনীর ওপর নির্ভর করে। লেখনী শক্তি দারুন হলে তার মান ও আকর্ষণ বাড়বেই।
আমার কাকোল্ড গল্প নিয়ে দু কথা যদি বলি - আমি কোনোদিনই এমন কাকোল্ড গপ্পো লিখতে চাইনি যেখানে একজন তার কাছের মানুষটাকে ওপর একজনের সাথে মিলনে লিপ্ত দেখে তার ভেতরের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বরং আমার গল্পে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে সে বাধ্য হচ্ছে এমন কিছুর সাক্ষী হতে যা কোনোভাবেই তাকে উত্তেজিত তো করছেই না বরং ভেতরে ভয় রাগ ও হালকা দুঃখ নিয়ে আসছে। অনেক সময় তার অজান্তে তার সামনেই তার আপনজন পরপুরুষের দ্বারা সুখলাভ করেছে। বুম্বাদা শুরু থেকেই আমার গপ্পো পড়ে আসছে তাই তুমি জানো। আর এটাই হয়তো সবথেকে বেশি আকর্ষণ করেছে পাঠকদের যে তারা বারবার আমায় বলেছে অমন গল্প আবারো লিখতে। তোমার ওই পরিচিত মানুষজন যারা এসব পড়েছে কিংবা প্রতিনিয়ত যারা এই ফোরামে ঢুকে ওই গল্প গুলো আজও পড়ে তারা হয়তো ওই কিক টা আবারো অনুভব করতে চায়, ঠিক যেভাবে অজাচার বিভাগের কোনো একটা বিশেষ মুহুর্ত চিরকালের জন্য পাঠক মনে জায়গা করে নেয়। তা যে যৌনতার হতে হবে তার কোনো মানে নেই। সেটা প্রেমেরও হতে পারে। কিন্তু সেই লাইন গুলো পাঠের প্রথম অনুভূতি তারা বারবার অনুভব করতে চায় নতুন চরিত্রর মাধ্যমে।
তাই শেষে বলবো এই দুই বিশেষ বিভাগ নিয়ে আরও আরও গল্প আসতে থাকুক। পাঠক আরও বৃদ্ধি পাক। শুধুই বৃদ্ধি পেলে হবেনা, তারা যেন নিজের প্রিয় বিভাগের গল্প পড়তে পড়তে নিজেদের মূল্যবান মতামতও দেয়। তবেই তো লেখক আরও অনুপ্রেরণা পাবে ♥️♥️♥️♥️
আর শেষে বলি - আমাকে বাদশা বানালে, জুপিটার দাকে সম্রাট কিন্তু নিজেরটা বললে না। অমনি চেপে গেলে। তুমি যে গোটা ইনডাস্ট্রি হে
কবিতাটা একেবারে যথার্থ হয়েছে।