16-03-2023, 02:10 PM
(15-03-2023, 10:46 PM)Jupiter10 Wrote: ব্যাক টু ব্যাক চারটে গল্প(নন-ইনসেস্ট)। তার ওপর সব গুলোকে এক বছরের মধ্যেই সমাপ্তি ঘটিয়ে। প্রত্যেকটা তিন লক্ষের ওপর পাঠকপ্রাপ্ত। এমনকি একটি নন-এরটিক অরিজিনাল (কপি করা নয় এমন) থ্রেড। যার পাঠক প্রায় পঁচাত্তর হাজার। সর্বাধিক পাঠক প্রাপ্ত নন-এরটিক থ্রেড।
এবং "চক্রব্যূহে শ্রীতমা"র চারলক্ষ পাঠক অতিক্রম করার জন্য। লেখক বুম্বাদাকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল।
বাংলা এরটিক সাহিত্য জগতে এই বিশেষ অবদান রাখার জন্য তাকে "STANDING OVATION" দিয়ে সম্মান জানালাম।
![]()
![]()
![]()
নন-ইনসেস্ট এর সঙ্গে সঙ্গে নন-কাকোল্ডও বটে। আমার লেখা প্রথম উপন্যাসের প্রথমদিটায় কাকোল্ডারির ছোঁয়া থাকলেও শেষের দিকে আর উৎসাহিত বোধ করছিলাম না, তাই তাড়াতাড়ি গল্পের ইতি টেনে দিয়েছিলাম। আমার প্রত্যেকটি উপন্যাসই আড়াই থেকে তিন মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে। একমাত্র গোগোলটা একটু বেশিদিন চলেছে।
প্রথমে জানাই অনেক ধন্যবাদ

