16-03-2023, 10:46 AM
জ্বরে কাঁপছি, কোভিড নয়
এই মন এখনো ডেভিড ময়,
এ জ্বর, সে জ্বর নয়।
সোনালী চুল, পেটানো দেহ
কোথায় গেল, জানো কি কেহ?
ওরে ডেভিড ফিরে আয়
তোর ইশারায় বন্যা হয়।
প্যান্টের ভেতরে নাচছে কি
ওটারও প্রাণ আছে নাকি!
করতে গিয়ে সতীপনা
খাওয়া হলো না চারা পোনা
আবার আমাদের হবে দেখা
সেই আশাতেই i-Pill রাখা,
এ দেখা শেষ দেখা নয়।
এই মন এখনো ডেভিড ময়,
এ জ্বর, সে জ্বর নয়।
সোনালী চুল, পেটানো দেহ
কোথায় গেল, জানো কি কেহ?
ওরে ডেভিড ফিরে আয়
তোর ইশারায় বন্যা হয়।
প্যান্টের ভেতরে নাচছে কি
ওটারও প্রাণ আছে নাকি!
করতে গিয়ে সতীপনা
খাওয়া হলো না চারা পোনা
আবার আমাদের হবে দেখা
সেই আশাতেই i-Pill রাখা,
এ দেখা শেষ দেখা নয়।
অতসী বন্দোপাধ্যায়