15-03-2023, 09:55 PM
(15-03-2023, 09:27 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: শেষ পাওয়া খবর অনুযায়ী দীপশিখার বিরহে সংসার ত্যাগ করে হিমালয়ের দিকে পাড়ি দিয়েছেন শুনেছি তবে সম্ভবতঃ একা মহাপ্রস্থান করা উচিৎ নয় ভেবে মাহিদিয়া গ্রামের দিকে ঘুরেছেন, কালুকে সঙ্গে নিয়ে যাবেন।
দ্যাখো আজ আমার মেজাজ খুব খারাপ , যেখানে এসেছিলাম ( তুমি জানো ) একটা বিদেশি টিমের সঙ্গে মিটিং ছিল তাতে প্রচুর ক্যাচাঙ হয়েছে।
কাল দুপুরে ফিরবো কিন্তু মাথা পুরো জ্যাম আপাতত।