15-03-2023, 04:51 PM
(15-03-2023, 03:21 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: যাক! কিছু তো উত্তর এল! আমার মন কিন্তু বলছিল, কাক সন ভাইয়ের এই গোয়েন্দা গপ্পো মন্দ লাগবে না, তাপ্পর আপনার পছন্দের জিনিসের একটু একটু আচারের মত জিভে লাগানো সোয়াদ ও আছে তাই না! দু'দুটো রেপু দক্ষিণা পেলুম, ফাউ হিসাবে পেলাম লাইক, তার জন্য অনেক ধন্যবাদ।
ঘটনা সত্য ।
হিট হওয়ার কথা বলছেন , হিট হওয়ার কি কিছু বাকি আছে । এমন ব্যাপার কি কোনদিন দেখছেন, যে লেখকের পোস্টের চেয়ে পাঠকের পোস্ট বড় !!! আপনার এই গল্প সেই জিনিস ও দেখিয়ে দিয়েছে । হিট না হলে কি কোন পাঠক এমনি এমনি এতো কষ্ট করে লিখেছে? যেখানে আমরা পাঠক সমাজ দুটো শব্দ লিখতেই হাঁপিয়ে উঠি ।