14-03-2023, 11:38 PM
(14-03-2023, 11:03 AM)sudipto-ray Wrote: এবার একখানা গল্প পেয়েছি মনে হচ্ছে। আসলে আমি/আমরা মহাবীর্য্য দেবশর্ম্মার সাধুর চেয়ে, মহাবীর্য দেবশর্মার চলিততে বেশি অভ্যস্ত। তবে কাউকে খাটো করে দেখা যাবে না। দুজনেই স্বমহিমার প্রতিমূর্তি।
রহস্য ও যৌনতার মিশেল এমন গল্পগুলো পড়তে আমার বরাবরই ভালো লাগে। আর আপনার হাতে এমন গল্প আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। গল্পের শুরুতেই প্রধান দুটি চরিত্রের দ্বারা আপনি আমার/আমাদের মন জয় করে নিয়েছেন। আশা করি রহস্য ও রোমাঞ্চে ভরা একটা বড় গল্প আপনি আমাদের উপহার দেবেন।
sudipto-ray দাদা, আপনি একজন উৎসাহদাতা, আর আপনার এই উৎসাহ আমার হৃদয় ছুঁয়ে গেল। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও আপনার কাছ থেকে আমি এই উৎসাহ পাব।
আমার কলম সবসময় আপনাদের মনকে ছোঁয়ার জন্য লেখে, কিন্তু লিখতে লিখতে ভয় হয় যদি পরের পর্বটা ভাল না হয়, যদি আপনাদের মনে না ধরে! তাই, আমার চেষ্টা থাকবে আপনাদের যেমন নতুন পর্ব উপহার দেওয়ার তেমনি দিনের শেষে আপনাদের পদধূলি পাওয়ারও।