14-03-2023, 12:33 PM
(13-03-2023, 11:54 PM)Sayim Mahmud Wrote: এই ছবিগুলো কিভাবে তৈরি করলেন যদি বলতেন তাহলে খুব ভালো হতো।
কিছু কম্পিউটার এ বানানো আর বেশির ভাগ ফোনে। আজকের দিনে অনেক app পাওয়া যায় যাতে বানাতে পারেন। কিন্তু আসল হলো কি বানাতে চান আর কি ফুটিয়ে তুলতে চান পাতায় / স্ক্রিনে।
(14-03-2023, 08:30 AM)mesayantan Wrote: দাদা, আপনার থেকে পরের গল্পঃ টা কবে পাবো আমরা? অনেক দিন নতুন বড় গল্পঃ লেখেননি। অধীর আগ্রহে অপেক্ষা করছি।
দাদা বড়ো গল্প লেখা একটা বড়ো দায়িত্বও বটে। নিজের সময় বার করে প্রতি পর্বকে এগিয়ে নিয়ে যাওয়া অতটাও সোজা নয়। আর আমি যেটা শুরু করি সেটা শেষ করেই থামি। সময় সুযোগ ও ইচ্ছার মিশ্রনে লেখার কাজ এগিয়ে চলে। কোনো একটায় সমস্যা দেখা দিলেই অসুবিধা হয়ে যায়। এই মুহূর্তে বড়ো কিছু লেখা আর হবেনা।