14-03-2023, 12:04 PM
(14-03-2023, 10:46 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: এমন অনবদ্য সঙ্গম কাল রচনা হইবার মুহূর্ত আমাকে উৎসর্গ করিয়াছেন ইহা এই অধমকে যারপরনাই আপ্লুত করিয়াছে দেবী। দীর্ঘদিবস অতিবাহিত হইবার পর পুনরায় আপনার কাহিনীতে নিজ নাম দেখিয়া এই অভাগা দরিদ্র বড়ই আহ্লাদিত। যাহা হউক, কাহিনী পর্ব্ব প্রসঙ্গে আসা যাউক, এক্কেবারে দুর্ধর্ষ মিলন মুহূর্তের সমাপতন ঘটিতে চলিতেছে। সদ্য প্রস্ফুটিত শর্মিলা যে তাহার জননীর ন্যয় পরিস্ফুট নারী নহে, বরং এক তন্বী তরুণী যে নারীত্বের পথে পা বাড়াইয়াছে ইহা তাহার বারম্বার অনভিজ্ঞতা দরুন ঘটিয়া চলা বিবিধ মানসিক টানাপোড়েন ফুটাইয়া তুলিয়াছে। জঙ্গলে শিকার প্রসঙ্গের অবতারণা যথাযথ। বিস্তর লেহন আছে, আর তার সাথে সংযুক্ত আছে কাম, ইহাই এই যৌন কাহিনীর মূল আকর্ষণ। সঙ্গম যে কেবল দুই যৌনাঙ্গের মিলন নহে, বরং, তাহাতে অনেক মশলার প্রয়োজন ঘটে তাহা এই পর্ব্বের মাধ্যমে আরেকবার জানাইলেন লেখিকা। অতি উত্তম এবং বড় উপাদেয়। পরবর্ত্তী হালনাগাদের অপেক্ষায় রহিলাম। সালাম ও প্রণাম।
আপনার শংসা-স্বীকৃতি , দেশীয় অধ্যাত্মবাদের সূত্রানুসারে , অহৈতুকি কৃপা ভিন্ন অপর কিছুই নহে । সুতরাং , আত্মশ্লাঘায় স্ফীত হইয়া উঠিবার যথার্থ কোন কারণ অবশ্যই ঘটে নাই । - তবে , একটি বিষয়ে এই উটকো-অকিঞ্চিৎকর সায়রা কথঞ্চিৎ অগ্রণী হইয়াছে বলিতে পারা যায় । খন্ডাংশগুলি , ম্লেচ্ছ ভাষায় - আপডেট , এক একজন কৃতি পুরষ-প্রবর / নারী-রত্নের নামে চিহ্নিতকরণ এবং/অথবা উৎসর্গ । - সম্মাননার ক্ষেত্রটি কার্যত গৃহ হইতেই আরম্ভ করিতে হয় - ইহাই সায়রার মত , যাহা charity begins at home-এর ম্লেচ্ছ-গন্ধী হইলেও হইতে পারে । - সালাম জী ।