14-03-2023, 10:46 AM
এমন অনবদ্য সঙ্গম কাল রচনা হইবার মুহূর্ত আমাকে উৎসর্গ করিয়াছেন ইহা এই অধমকে যারপরনাই আপ্লুত করিয়াছে দেবী। দীর্ঘদিবস অতিবাহিত হইবার পর পুনরায় আপনার কাহিনীতে নিজ নাম দেখিয়া এই অভাগা দরিদ্র বড়ই আহ্লাদিত। যাহা হউক, কাহিনী পর্ব্ব প্রসঙ্গে আসা যাউক, এক্কেবারে দুর্ধর্ষ মিলন মুহূর্তের সমাপতন ঘটিতে চলিতেছে। সদ্য প্রস্ফুটিত শর্মিলা যে তাহার জননীর ন্যয় পরিস্ফুট নারী নহে, বরং এক তন্বী তরুণী যে নারীত্বের পথে পা বাড়াইয়াছে ইহা তাহার বারম্বার অনভিজ্ঞতা দরুন ঘটিয়া চলা বিবিধ মানসিক টানাপোড়েন ফুটাইয়া তুলিয়াছে। জঙ্গলে শিকার প্রসঙ্গের অবতারণা যথাযথ। বিস্তর লেহন আছে, আর তার সাথে সংযুক্ত আছে কাম, ইহাই এই যৌন কাহিনীর মূল আকর্ষণ। সঙ্গম যে কেবল দুই যৌনাঙ্গের মিলন নহে, বরং, তাহাতে অনেক মশলার প্রয়োজন ঘটে তাহা এই পর্ব্বের মাধ্যমে আরেকবার জানাইলেন লেখিকা। অতি উত্তম এবং বড় উপাদেয়। পরবর্ত্তী হালনাগাদের অপেক্ষায় রহিলাম। সালাম ও প্রণাম।