13-03-2023, 10:21 PM
(This post was last modified: 13-03-2023, 10:27 PM by মহাবীর্য দেবশর্মা. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-03-2023, 10:13 PM)cuck son Wrote: আজ যে শর্মা বাবু খুব এক্টিভ ব্যাপার খানা কি?
গল্প পড়া হয়নি , পড়ে যদি বেশি ভালো লাগে চুপ করে বিদায় নিবো । আর যদি মোটামুটি লাগে তাহলে "দারুন হয়েছে" টাইপ কমেন্ট করবো । আর যদি একেবারেই মন্দ লাগে তাহলে "ফাটাফাটি হয়েছে" লিখবো ।
আজ্ঞে আজ অফিসে ইয়ার এন্ডিংয়ের আগেই সব কাজ মিটে যাওয়ায় সেরকম কাজকর্ম ছিল না, তাই একটু ঝাড়া হাত পা। বাড়িও জলদি এসে গেছি। আর আপনি মশাই এর আগে একবার ঢুঁ মেরে গেছেন সেটা আমি জানি। আমার চোখ কিচ্ছু এড়ায় না জানেন তো । তাই অপেক্ষা করছিলাম নিজের কথা রাখেন কি না।
এবার আপনার ভালো মন্দ প্রসঙ্গে আসি। আমার মন বলছে এ কাহিনী আপনার পছন্দের হবে। তবে যদি দৈবাৎ খারাপ হয় অবশ্যই খারাপ বলবেন। আমি আপনার রায় সর্বান্তকরণে মেনে নেব।
পুনশ্চঃ খুব ভাল লাগায় যদি চুপচাপ বিদায় নেন তবে আপনার পিছু আমি ধাওয়া করব ওই বুড়ো মহাবীর্য্যের মত। আর প্রত্যেকবার মনে করিয়ে দেব আমার পাওনা থেকে আপনি আমায় বঞ্চিত করেছিলেন।