13-03-2023, 09:56 PM
(13-03-2023, 07:05 PM)Kallol Wrote: আসলে আমার নিয়মিত এই সাইটে আসা হয় না। আর থ্রেড গুলো পিছনের পেজে চলে গেল ঢু মারার কথা মনে থাকে না। আপনার থ্রেডে নিয়মিত কমেন্ট করতে না পারায়। আমি আন্তরিক ভাবে দুঃখিত । তবে চেষ্টা করবো এবার থেকে রোজ একবার করে বৌদির দর্শন করার !!!!!
আপনার এই সিদ্ধান্তে আমি ভীষণ আনন্দিত। কল্লোলের হিল্লোলে মুখরিত হবে আমার ছোট্ট কুটির এইটুকুই আমার চাওয়া ছিল, আপনি যখন কথা দিয়েছেন তাতেই আমার মন ভরে গেছে । তবে আপনার সুবিধা করে দিচ্ছি, রোজ ঢুঁ মেরে দেখে যাওয়ার প্রয়োজন নেই। শুধু ওই রবিবার রবিবার এলেই হবে। ওই একদিনই বরাদ্দ থাকে লেখার। তবে হালনাগাদ হলে একবার হলেও কোলাহল করতে আসবেন মশাই, শূণ্য কুটির নিয়ে সারা সপ্তাহ বসে থাকি, একদিন কলরব হলে বড্ড খুশী হই।