13-03-2023, 09:43 PM
(13-03-2023, 09:46 AM)Sanjay Sen Wrote: গোয়েন্দা গল্প এর আগেও এই ফোরামে লেখা হয়েছে। কিন্তু এইরকম প্লট আর এইরকম লেখনী দৃষ্টিগোচর হয়নি আমার। অসাধারণ বললেও কম বলা হয়। আপনার হাতে জাদু আছে মহাবীর্য বাবু। শুধু একটাই কথা বলার আছে .. একসঙ্গে এতগুলো কাহিনী কেউ কখনো শুরু করেনি, আর যারা শুরু করেছে তারা সবগুলো নিয়ে ডুবেছে। তাই আপনাকে অনুরোধ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট না করে শুধুমাত্র এই কাহিনীটিতে মনোনিবেশ করুন। প্রয়োজনে আষাঢ়ে গপ্পো থ্রেডটা তুলে নিন, ওটাও সম্ভবত একটা রহস্য রোমাঞ্চ বা গোয়েন্দা কাহিনী হতে যাচ্ছিল। ওখানে যে সিকুয়েন্সগুলো বা কাহিনীর গতি প্রকৃতি ভেবে রেখেছিলেন সেগুলো এখানে ইনপুট করুন। আমার তরফ থেকে আমি সাজেশন দিলাম, এবার বাকিটা আপনার সিদ্ধান্ত।
লাইক, রেপু (+2), ফাইভ স্টার রেটিং .. সবকিছু উজাড় করে দিলাম আপনার এই থ্রেডে।
আপনার লাইক ও রেপুটেশন আমি সাদরে গ্রহণ করলাম সঞ্জয়দা। একদম ঠিকই বলেছেন অধিক সন্ন্যাসী গাজন নষ্টের মূলে থাকে। আপনার পরামর্শ বরাবরই অন্যরকম বার্তা আনে আমার জন্য। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি, পরের পর্বগুলোতেও আপনাকে এই যাদুর খেলা দেখাতে পারবো।