Thread Rating:
  • 57 Vote(s) - 3.09 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL ধুম্রগড় রহস্যে বড়বৌদি (চতুর্থ পর্ব প্রকাশিত)
#12
(12-03-2023, 01:51 PM)মহাবীর্য দেবশর্মা Wrote:  আমি বড়বৌদিকে প্রাণপনে জাপটে ধরে বললাম, "কে বলেছে, তুমি আমার মা নও! তুমিই আমার মা! বুকের দুধ খাওয়াও নি তো কী হয়েছে, মা কী শুধু দুধ খাওয়ালেই হওয়া যায়! মনে নেই দাদু কী বলত, 'মা হওয়া নয় মুখের কথা/জনম্ দিলেই হয় না মাতা' আমি তোমার গর্ভজাত নই, তোমার বুকের দুধও খাই নি কিন্তু তুমিই আমার মা, আমার মাতৃরূপী বড়বৌদি তুমি!" দুই অসমবয়েসী নরনারীর বাঁধভাঙা আবেগের উছ্বাসে মিশে যাওয়া চোখের জল যেন সেদিন দেবর-বৌদির সম্পর্কের ঊর্দ্ধে উঠে আরেক সম্পর্কের সূচনা করছিল, সে সম্পর্ক মা ছেলের সম্পর্ক! যা রক্তজাত নয়, যা ঔরসজাত নয়, নয় তা গর্ভজাত! তা কেবল হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক! সে সম্পর্ক সংসারের প্রতিমুহূর্তের ঘাত-প্রতিঘাতে সৃষ্টি! সে সম্পর্ক দৈনন্দিন জীবনের মিথস্ক্রিয়ায় নির্মিত! সে সম্পর্ক সকল সম্পর্কের শ্রেষ্ঠ সম্পর্ক! সে এক দেবররূপী সন্তানের তার বড়বৌদিরূপী মায়ের সম্পর্ক! মিঠে কামনার মৃদু রসে তার সিঞ্চন, আর বুভুক্ষু বাসনার পিপাসায় তার অবলোকন! নিয়তাকার নহে সে, বিমূর্তআয়নায় তার প্রতিনিয়ত প্রতিবিম্ব ফোটে!


সেদিনের ঝোড়োহাওয়া যে মাদল বাজিয়েছিল তার উত্তাল স্পর্শ সেই রাত্রে বৌদির দুগ্ধহীন তবু অমৃতমিষ্ট কলসকার স্তনের পদ্মবৃন্তে মুখ ডুবিয়ে নিদ্রাযাওয়া পর্যন্ত স্থায়ী ছিল। অন্ধকার বিছানায় আমার পাশে শুয়ে, নিজের বিরাট মাই আমার মুখে পুরে দিয়ে মাথায় হাত বুলোতে বুলোতে আমার চোখে ঘুম এনে দিয়েছিল বড়বৌদি। 

সমস্ত পর্বটা একদিকে, আর এই অংশটা আরেকদিকে  clps
শুরুর ওই রসে মাখানো রহস্য পড়তে পড়তে যখন এই অংশটা এলো ভাবলাম আমি কি ভুল করে অন্য গল্পে ঢুকে গেলাম নাকি? Big Grin

তবে ঢুকেই যখন পড়লাম আর বেরোতে পারিনি। আমরা সেই শুরু থেকেই জেনে আসি বৌদি মায়ের মতন। যে আদরের দেওরকে কাছে টেনে নেয়। সমস্ত সমস্যা থেকে আগলে রাখে মায়ের মতো। পরে যদিও বড়ো হবার পরে বৌদি ব্যাপারটা আরেক ভাবেও পরিচয় পেয়েছে। কিন্তু সেটাতে শুধুই রিপুর দংশন আছে, নেই কোনো শ্রদ্ধা বা ভালোবাসা। বৌদির সহিত ফাঁকা ঘরে দুস্টু খেলার সুখপ্রাপ্তির লোভ যে এড়িয়ে যাওয়া যায় তাও নয় কিন্তু মনের কোনো এক অন্তরে বৌদি নামটা আজও আমাদের কাছে বড্ড পবিত্র।
আর মায়ের কথাই যখন উঠে এলো এই গল্পে তাহলে বলতেই হয় নারী দেহের ওই স্তনজোড়া বড্ড আজব জিনিস। ওর প্রতি লোভ আমাদের সকলের। কিন্তু যতদিন মস্তিষ্কে ময়লা না জমে ততদিন কিন্তু ওই লোভনীয় অংশ দুটো ক্ষুদা থেকে মুক্তির একমাত্র উপায় হয়। ওই অংশে মুখ লাগিয়ে চুক চুক করে টেনে অমৃত পান যে বড্ড পবিত্র। পরে সেই দুটোই সবচেয়ে লোভের বস্তু হয়ে যায়। ওগুলোর প্রতি আলাদা রকমের ক্ষিদে জন্মায়। রিপু ও ক্ষুদা মিলেমিশে জন্ম দেয় অসভ্য পুরুষের। মস্তিস্ক থেকে স্তনকে সরিয়ে ফেলা ওতো সোজা নয়। এ গল্পেও মা ও কামুকি নারীর প্রতি টান এক সময় যেন মিলেমিশে যাবে। হয়তো মাতৃত্ব রূপ পাল্টে প্রেমিকার রূপ নেবে কিন্তু কামিনী যেন নিজ উদ্দেশ্য ভুলে না যায়। তার ওপর নির্ভর করছে সে কিভাবে ওই ছোট্ট ছেলেটাকে আপন করে নেবে।


(ভেবেছিলাম রসিয়ে মজার কিছু লিখবো। এমন সব লাইন লিখলো এ লেখক যে সেন্টু করে দিলো পুরো। কোনো মানে হয়  Dodgy)
[+] 4 users Like Baban's post
Like Reply


Messages In This Thread
RE: ধুম্রগড় রহস্যে বড়বৌদি । মহাবীর্যের আগমণ - by Baban - 12-03-2023, 07:28 PM



Users browsing this thread: 8 Guest(s)