11-03-2023, 05:51 PM
(11-03-2023, 05:40 PM)hot1969 Wrote: কাক সনের মতো একজন প্রথিতযশা বিখ্যাত লেখক আমার মত একজন নগণ্য পাঠকের মন্তব্যে উত্তর দিয়েছেন, এইটাই আমাকে অবাক করে দিয়েছে। আমি আন্তরিকভাবে উনাকে আমার সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। আসলে কি জানেন তো খুব ভালো ভালো সীমিতসংখ্যক কয়েকটা গল্পের অপমৃত্যু দেখে দেখে বেশি দেরি হলে ভয় জেগে যায় এরো না অপমৃত্যু হয়। যেমন সোহমদার লেখা নয়নপুরের সর্বনাশিনী। ভালো গল্প ছিল এবং কেন জানিনা উনি সেই গল্পটাকে অনেকদিন হলো আর এগিয়ে নিয়ে যাচ্ছেন না এইসব দেখে ওইসব কৃতি লেখকদের প্রতি কৃতজ্ঞতায় অনেক সময় ওদের অসমাপ্ত লেখা নিজের অপরিণত কল্পনা এবং অপরিণত লেখনি দিয়েই এগিয়ে নিয়ে যাওয়ার দুঃসাহস জেগে যায়। জানি এতে করে অনেক পাঠকের অনেক গালিগালাজ হয়তোবা শুনতে হবে, তবে এটাও ঠিক অনেক কৌতুহলী পাঠকের সন্তুষ্টি বর্ধন করব। তবে প্রার্থনা করব আপনার অনুমান যেন সোহমদার জন্য সত্যি হয়। সোহমদা যেন সুস্থ থেকে উনার অসমাপ্ত গল্প গুলি, বিশেষভাবে কলঙ্কিনী এবং নয়নপুরের সর্বনাশিনী শেষ করতে পারেন, তাতে সময় লাগুক কোন দুঃখ নেই
ওরে বাবা প্রথিতযশা!!!! এই শব্দ লিখতে গিয়েই তো আমার অবস্থা কাহিল । আরে ভাই আমি ওই জিনিস না আবার আপনিও নগণ্য না ।
হ্যাঁ এটা ঠিক গল্প অসমাপ্ত থাকলে খুব খারাপ লাগে । আমি নিজেও সেটা ফিল করি ।
আর আপনি চাইলে একটা আলাদা থ্রেড খুলে এই গল্পের অনুরূপ কিছু একটা লিখুন না(যেহেতু সোহম দাদার গল্প এটা তাই আমি বলতে পারছি না আপনি একটা কন্টিনিউ করুন) । লেখা খুব শক্ত কিছু না , তবে ধৈর্য দরকার হয় ।
বুম্বা সাহেব কে দেখুন , উনি প্রথমে গল্প পড়তেন , তারপর একটা সংগ্রহীত গল্প পোস্ট করলেন , তারপর নিজে লিখতে শুরু করলেন । এখন কোন পর্যায়ে আছে দেখতেই তো পারছেন । কার মাঝে কি লুকিয়ে কেউ বলতে পারবে না । আপনার মাঝেও হয়ত একজন লেখক লুকিয়ে আছে।