11-03-2023, 05:40 PM
(10-03-2023, 06:06 PM)cuck son Wrote: আমি সোহম দাদার একজন বিশেষ ভক্ত , কয়েকবার ওনার সাথে কথা বলেছি । গল্পের মাঝে পথ হারিয়ে ফেলার লোক ইনি নন । তবে ব্যাস্ত থাকেন , এটাই মনেহয় বড় কারন । যারা লেখন তাদের কাছে গল্পের মোড় ঘুরানো কোন ব্যাপার না (যদি লেখক চায়) । আমার মনে হয় উনি বিজি আছেন তাই লিখতে পারছেন না ।
কাক সনের মতো একজন প্রথিতযশা বিখ্যাত লেখক আমার মত একজন নগণ্য পাঠকের মন্তব্যে উত্তর দিয়েছেন, এইটাই আমাকে অবাক করে দিয়েছে। আমি আন্তরিকভাবে উনাকে আমার সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। আসলে কি জানেন তো খুব ভালো ভালো সীমিতসংখ্যক কয়েকটা গল্পের অপমৃত্যু দেখে দেখে বেশি দেরি হলে ভয় জেগে যায় এরো না অপমৃত্যু হয়। যেমন সোহমদার লেখা নয়নপুরের সর্বনাশিনী। ভালো গল্প ছিল এবং কেন জানিনা উনি সেই গল্পটাকে অনেকদিন হলো আর এগিয়ে নিয়ে যাচ্ছেন না এইসব দেখে ওইসব কৃতি লেখকদের প্রতি কৃতজ্ঞতায় অনেক সময় ওদের অসমাপ্ত লেখা নিজের অপরিণত কল্পনা এবং অপরিণত লেখনি দিয়েই এগিয়ে নিয়ে যাওয়ার দুঃসাহস জেগে যায়। জানি এতে করে অনেক পাঠকের অনেক গালিগালাজ হয়তোবা শুনতে হবে, তবে এটাও ঠিক অনেক কৌতুহলী পাঠকের সন্তুষ্টি বর্ধন করব। তবে প্রার্থনা করব আপনার অনুমান যেন সোহমদার জন্য সত্যি হয়। সোহমদা যেন সুস্থ থেকে উনার অসমাপ্ত গল্প গুলি, বিশেষভাবে কলঙ্কিনী এবং নয়নপুরের সর্বনাশিনী শেষ করতে পারেন, তাতে সময় লাগুক কোন দুঃখ নেই