11-03-2023, 04:43 PM
#নস্টালজিক_রসিকতা
সেদিন এই গাছটা হেঁটে আসছিল ফুটপাথ দিয়ে। হঠাৎ দূরে একটা কালো পরীকে দেখতে পায়। পরীটাও ওড়েনি আর গাছটাও সেই থেকে ওখানেই দাঁড়িয়ে আছে। দশকের পর দশক। আশি, নব্বই... এখনও।
বিশ্বাস হলো না? ভিক্টরিয়ার ওখানে মোহরকুঞ্জর পাশে গেলেই দেখতে পাবেন। দেখলে ওকেই জিজ্ঞেস করবেন সত্যি বলছি কিনা।
হ্যাঁ, গাছেরও প্রাণ আছে, তাই তার প্রেমও পায়। কিছু কিছু গাছের তো সেন্স অফ হিউমার আমার থেকেও বেশি।
পরম শ্রদ্ধেয় অ্যাডমিন এটি অ্যাপ্রুভ করলে আপনারাও সে প্রমান পেয়ে যাবেন।
••