10-03-2023, 05:58 PM
সোহম আপনি হয়তো নিজের এই থ্রেড টাতে আর আজকাল একবারও ঢূ মেরেও দেখেন না। দেখলে বুঝতে পারতেন আমাদের মত কত অগুনতি পাঠকরা অধীর আগ্রহে আপনার আপডেটের অপেক্ষা করে আছি। সত্যি কথা বলতে কি অনেক গল্পেরই অপমৃত্যু ঘটে। তবুও একটা আন্দাজ করে নেওয়া যায় অপমৃত্যু না ঘটলে গল্পটা কিভাবে পরিণতি নিত। কিন্তু আপনার এই গল্পটাতে মুখ্য চরিত্র মানে টুবাইয়ের মা কে যে ধরনের চরিত্রের করে তুলে ধরেছেন, আর তার সঙ্গে প্রথমেই একটা রহস্য রেখে দিয়েছেন যে শেষ পর্যন্ত টুবাইয়ের মাকে কোন একটা জায়গাতে ল্যাংটা অবস্থাতে পাওয়া যাবে, তাই কোনভাবেই কোন ঘটনাক্রমে এটা ওই পরিণতিতে নিতে পারছি না। আমার মনে হয় আপনি নিজেও কিভাবে ওই পরিণতিতে টেনে নিয়ে যাবেন সেটা ভেবে পাচ্ছেন না। একটা অনুরোধ করবো যদি এমনও হয় হঠাৎ করে গল্পটা তার মূল কাঠামো থেকে একটু সরে যায় বা মোড় নিয়ে নেয় তবুও গল্পটাকে শেষ করুন। আপনার কাছে প্রশংসা জ্ঞাপন এর জন্য ঋণগ্রস্ত থাকবো।