10-03-2023, 02:37 PM
(10-03-2023, 02:32 PM)ddey333 Wrote: আমি বাংলা ফোরামে আর কোনো নতুন থ্রেড দেবোনা আগেই ঠিক করেছিলাম তাই পুরোনো গুলো কোথায় কি গেলো কিছুই যায় আসে না আমার।
তবে দেখছি বেশ অনেকগুলো সংগৃহিত গল্পের থ্রেড এখনো আছে মানে ট্রান্সফার করা হয়নি।
যদি সব করা হয় তাহলে ওখানে থ্রেডের সংখ্যা মূল ফোরামের চেয়ে বেশি হয়ে যাবে খুব সম্ভবত !!
বাংলায় যে কটা সংগৃহীত গল্প আছে, সবগুলোকেই পাঠিয়েছে এবং ভবিষ্যতেও পাঠাবে। ইংরেজি, হিন্দি বা অন্যান্য ভাষার ক্ষেত্রে এই নিয়ম বোধহয় চালু হয়নি, তাই শুধু সেগুলো রয়ে গেছে। তবে যেখানেই পাঠাক এতে আমার কোনো অসুবিধা নেই, আমি আমার মতো গল্প পোস্ট করে যাবো।