10-03-2023, 02:32 PM
(10-03-2023, 02:18 PM)Sanjay Sen Wrote:
আপনি বারবার এই ধরনের মন্তব্য করছেন তাই বলছি, না হলে কখনোই বলতাম না। কারণ আমি উপযাজক হয়ে কাউকে কিছু বলতে যাই না।
ওই negative repu টা কে report মেরে দিন, তাহলেই তো ওটা vanished হয়ে যাবে। আর ওই যে আইডিগুলো আছে, সেগুলো তো আপনার collected stories গুলোতে নিয়মিত পাঁচটা করে reputations দিচ্ছে, একটা না হয় negative reputation পড়লো, এতে অসুবিধার কি আছে?
তবে একটা জিনিস লক্ষ্য করেছেন কি? আপনার প্রায় সাড়ে চারশোর কাছাকাছি থ্রেড sub forum এ স্থানান্তরিত করে দিয়েছে মডারেটর। তবে শুধু আপনার নয়, যারা collected stories পোস্ট করে সবার গল্পগুলোই গেছে দেখলাম। আমার মাত্র একটা থ্রেড, সেটাও পাঠিয়ে দিয়েছে।
আমি বাংলা ফোরামে আর কোনো নতুন থ্রেড দেবোনা আগেই ঠিক করেছিলাম তাই পুরোনো গুলো কোথায় কি গেলো কিছুই যায় আসে না আমার।
তবে দেখছি বেশ অনেকগুলো সংগৃহিত গল্পের থ্রেড এখনো আছে মানে ট্রান্সফার করা হয়নি।
যদি সব করা হয় তাহলে ওখানে থ্রেডের সংখ্যা মূল ফোরামের চেয়ে বেশি হয়ে যাবে খুব সম্ভবত !!