10-03-2023, 01:03 PM
অনি তাড়াতাড়ি কাছে এসে বুঝতে পারলো যে হাতে গরম পাত্রের ছেঁকা খেয়েছে নিলা। অনি খপ করে নিলার দু হাত ধরে সিঙ্কের কাছে অনেকটা যেন টেনে নিয়ে সিঙ্কের উপরে পানির টেপ ছেড়ে দিলো আর নিলার দুই হাত পানির শীতল স্রোতের নিচে ধরে নিজে ওর হাত ছেড়ে দিয়ে দৌড়ে ডাইনিঙে ফ্রিজের কাছে যেয়ে ফ্রিজ খুলে বরফের কেস থেকে কয়েক টুকরা বরফ নিয়ে আসলো। তারপর দ্রুত বেগে রান্নাঘরে এসে একটা বাটিতে বরফ নিয়ে কিছুটা পানি নিয়ে নিলার দুই হাতের তালু পানি থেকে সরিয়ে ওই বাটির ভিতর ডুবিয়ে দিলো। নিলার চোখে মুখে একটা নিল বেদনার ছায়া পরে রইলো। হাতের তালু পানিতে ডুবিয়ে অনি খুব নরম হাতে বরফের টুকরো দিয়ে নিলার কোমল হাতের লাল হয়ে যাওয়া তালুতে আঁশটে আঁশটে সইয়ে সইয়ে ঘষে দিতে লাগলো। নিলা অবাক হয়ে দেখছিলো অনির আদর, যত্ন আর তড়িৎ সিদ্ধান্তের ক্ষমতাকে। অনি এক মনে নিলার দুই হাতের তালুতে পরম যত্নে বরফের টুকরো ঘষে দিচ্ছে, আবার বেশি ঠাণ্ডা যেন না লাগে, সেজন্যে একটু পর পর বরফের টুকরো সরিয়ে নিয়ে বাটির ঠাণ্ডা পানি কিছুটা হাতের তালুতে নিয়ে নিলার হাতের তালুর উপর ধীরে বইয়ে দিচ্ছিলো। নিলা অনির মুখের দিকে তাকিয়ে ছিলো, ওর হাতের তালুর জ্বলুনি যেন এখন আর নেই, ওর চোখে মুখে এক কামনা ভরা মাদকতা যেন ভর করছে, অনির মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলো নিলা যে, ছেলেটা এতো কেয়ার করে কেন আমাকে। নিলার ব্যথায় কষ্টটা যেন অনির শরীরেরই কষ্ট, এমনভাবে ওর চোখে মুখে কষ্ট দেখতে পাচ্ছিলো নিলা। তবে ভাগ্য ভালো যে, খুব বেশি মারাত্মক ছেঁকা ছিলো না ওটা। তাই নিলার ব্যথা কমতে বেশি সময় নিলো না।