09-03-2023, 11:33 PM
(07-03-2023, 02:35 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: দীপদা, রেপু শেষ তাই চাইলেও রেপু দিতে পারছি না। এই পর্বটা খুব সুন্দর লেগেছে। আপনার একটা মন্তব্য পড়লাম তার প্রেক্ষিতে বলছি, বলা যেতে পারে ছোটভাই হিসাবে একটা পরামর্শ দিচ্ছি। আপনি যত সুন্দরই লিখুন পাঠকদের সাথে যদি না মেশেন তাহলে অভিমান করে লাভ নেই। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই কথাটা বলছি। স্রেফ পাঠকের কমেন্টে লাইক দিলে পাঠকরা খুশী হয় না, তারা চায় আপনি তাদের সাথে কথা বলুন, আড্ডা দিন, আর তার মাঝে মাঝে গল্প লিখুন। কিন্তু যদি দেখে তাদের কমেন্টে আপনি শুধু লাইক মেরে দায় সেরেছেন তাহলে তারাও চুপচাপ গল্প পড়ে দায় সেরে দেবে! বেশী না হিন্দী আর ইংরেজী সেকশনদুটো দেখুন। হাজার হাজার ভিউজ পাবেন কিন্তু হাতেগোনা দুচারজন লাইক দেয় আর রেপু তো দেয়ই না। একজন দেখলাম desichut বলে লেখক আছেন হিন্দী ফোরামে যার গল্পে লাখের কাছে ভিউজ কিন্তু মোট রেপু 40, কমেন্ট যৎসামান্য আর লাইক নেই বললেই চলে।
আপনি নিজেও কামদেব 2016 হিসাবে পুরোনো গসিপে ছিলেন, ddey333 এর আর্কাইভগুলো থেকে দেখেছি সেখানে আপনি কিন্তু এক্টিভলি পাঠকদের সাথে মিশতেন। এখানে কেন করেন না সেটা আমি বুঝতে পারছি না। এখানে অনেকেই পুরোনো গসিপের লোকজন আছে যারা আপনার গল্প পড়েছে, কিন্তু অনেক নতুনও আছে যারা পড়েনি। তাদেরকে কাছে টানতে গেলে স্রেফ লাইকে চিঁড়ে ভিজবে না। কমেন্টের আরেকটা দিক হল সেটা গল্পটাকে মেন পেজে ট্রেন্ডিং রাখে। প্রতিদিন অজস্র গল্প আপডেট হয়, সেগুলোর তলায় আপনার লেখা চলে যাবে। যেমন সেক্টর ফাইভের এতগুলো আপডেট আমি দেখতেও পাইনি। আমি যখন এসেছি ততক্ষণে আপনার গল্প মেন পেজে নেই! বোঝাতে পারলাম আশা করি। আপনি বয়োজ্যেষ্ঠ, আমি আপনার গুণমুগ্ধ ভক্ত পাঠক। আপনাকে স্ট্রাগলিং করতে দেখতে হচ্ছে সেটা খুবই খারাপ লাগলো। তাই, বলতে পারেন, আমার এখানে 5 মাস কাটানোর সমস্ত অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা আপনার সাথে শেয়ার করলাম। প্রণাম নেবেন। পরেরদিন রেপু দিয়ে যাব।
একদম সঠিক observation এবং 'সৌ টক্কা সহি' পরামর্শ।
এটা ঠিক যে পুরনো ফোরামে আমি অনেক actively পাঠকদের সাথে interact করতাম এবং vice versa.
কিছুটা সময়ের অভাবে এবং কিছুটা অলসতায়, এখানে করা হচ্ছে না; তবে এখন থেকে আরেকটু pro-active হবো। আশা করি পাঠকদের থেকেও reciprocation পাবো।
তবে একটা কথায় একটু আপত্তি রইলো, আমি এখানে স্ট্রাগল করছি না, কারন আমার এই লেখাটি যথাযোগ্য সমাদর (হয়তো বা যোগ্যতার থেকে বেশি) পেয়ে এসেছে পুরনো ফোরামে।
রিপিট টেলিকাস্টে এর থেকে বেশি টিআরপি হয়তো আশা করা উচিত নয়।
প্রণতি জানবেন, ভাল থাকবেন
ভালবাসার ভিখারি