08-03-2023, 10:42 PM
(This post was last modified: 08-03-2023, 10:45 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-03-2023, 10:40 PM)ddey333 Wrote: ঘটনা নয় সত্যি।
যাদবপুরে চার বছর পড়েছিলাম। কিন্তু জীবনের শ্রেষ্ঠ সময় ছিল ওটা এখন মনে হয়।
বিয়ার বোতল কুড়ি বা পঁচিশ টাকা ছিল।
মনুষ্যজাতির জীবনে নিঃসন্দেহে সবচেয়ে সেরা সময় হলো তার ছাত্রাবস্থার ফেলে আসা দিনগুলি। কতকটা নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাসের মতো ছাত্রাবস্থায় আমরা মনে করি বড় হলে না জানি কতই সুখ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু একবার যখন বড় হই, তখন আমরা সকলে প্রতিমুহূর্তে বারবার ফিরে যেতে চাই আমাদের সেই কলেজ আর কলেজ জীবনের ফেলে আসা দিনগুলিতে। ফিরে পেতে চাই ছেলেবেলার সেই সারল্য আর মাধুর্যে ভরা দিনযাপনের সময়কালকে।