08-03-2023, 11:47 AM
নমস্কার,


প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন কোনো আপডেট না দেবার জন্য অনেকেই বারবার জিজ্ঞেস করছিলেন যে আপডেট কেন দিচ্ছি না তার কারণ আমার লেখা হচ্ছিল না কিছুটা লেখা ছিল তারপর আর লেখা হচ্ছিল না,
প্রথমত লেখা এগোবার মতো আইডিয়া আসছিল না
দ্বিতীয়ত একটা অন্য কাজে ব্যাস্ত থাকায় ফোকাসটা পুরোপুরি ওইদিকে চলে গিয়েছিল তাই লিখতে ইচ্ছাও করছিল না।
কিন্তু সম্প্রতি আবার লেখা শুরু করেছি, অথচ বোধহয় এই গল্পের পাঠকরা অন্যত্র চলে গেছেন তাই একটু দ্বিধায় পরে গেছি যে আপডেট দেবো কি দেবো না যদি কেউ এখনো গল্পের পরবর্তী অংশ পড়তে ইচ্ছুক তবে কমেন্ট বা ম্যাসেজ করে জানাতে পারেন। আর যদি কোনো উত্তর না পাই তাহলে ভাববো পাঠকরা আমাকে ভুলে এগিয়ে গেছেন, এবং সেটা যদি হয়ও তাহলেও আপনাদের কাউকে দোষারোপ করবো না কারণ দোষটা আমারই তবুও জানতে চাইছি।
পাঠকদের উত্তরের অপেক্ষায় রইলাম।


I'm the King of Dark
&
I rule over all Devils

