07-03-2023, 04:57 PM
(07-03-2023, 02:54 PM)Baban Wrote: প্রত্যেকটা দারুন। না ভালো বলার জন্য বলছিনা মোটেই। সত্যিই দারুন। গণপতির ওই আর্ট উফফফফফ বিশেষ করে ব্যাকগ্রাউন্ড এর কালার কম্বিনেশন চরম। আর অন্য গুলোর ক্ষেত্রে বলবো যেমন হাসিমুখের ঠোঁট ও দন্ত আঁকা সোজা নয়, তেমনি জলের প্রতিফলন সৃষ্টি করাও সোজা নয়। খুব শক্ত নয় কিন্তু কায়দা না জানলে ফুটিয়ে তোলা যায়না। এখানে দারুন ভাবে সেটা করা হয়েছে।
এমন আরও দেখতে চাই ♥️♥️
অসংখ্য ধন্যবাদ বন্ধুবর ভবিষ্যতে অবশ্যই এরকম আরো কিছু সৃষ্টি নিয়ে আসবার চেষ্টা করবো তোমাদের সামনে।
(07-03-2023, 03:15 PM)nextpage Wrote: মন জুড়ানো প্রাণ ভরানো।
ইশশ এমন করে যদি আঁকতে পারতাম
অনেক ধন্যবাদ বন্ধু