07-03-2023, 03:35 PM
আমার স্বপ্নের রাজকন্য। শুয়ে আছে নিস্পলক। চোখ দুটো বন্ধু। কমনীয় স্নিগ্ধ রুপ। আমার চোখে পানি এসে গেল। চোখের পানি মুছে দায়িত্ববোধটা মাথায় আসলো। ডাক্তার আর নার্সদের কল্যানে ক্যাথিড্রাল পাল্টানো থেকে, রোগীর সেবা করার ট্রেনিংটা সকলের অগচোরে নিয়ে নিয়েছি । কাজে লগে পড়লাম। পেটেতে ক্ষিধাও যেমন চাগান দিয়েছে, তেমনি ক্লান্তিতে ঘুম ও আসছে। সাথে আনা চিড়া আর গুড়ের সৎকারে মনোযোগ দিলাম। খাওয়া শেষে মামীর সেবা করে একটু ঘুমিয়ে নেব। তারপর আবার রওনা দেব। যোগাযোগ বিচ্ছিন্না এই নদী পথ। চারিদিকে শুধু জংগল। আর মাঝে একটা ছোট নৌকায় আমি আর মামী। জ্ঞানহারা।
চমক আসছে। কাল পর্যন্ত অপেক্ষা করুন।
চমক আসছে। কাল পর্যন্ত অপেক্ষা করুন।