07-03-2023, 03:29 PM
পুরুষ নারীর প্রেম বড়ো অদ্ভুত ব্যাপার। কখনো তা স্বচ্ছ জলের মতো আবার কখনো তা বড্ড ঘোলাটে। তার মানে এই নয় যে তাতে লুকিয়ে থাকে বহু নোংরা। হয়তো থাকতেও পারে আবার এক বিন্দুও না থাকতে পারে। কিন্তু পবিত্র প্রেমকেও নিজের প্রয়োজনে নামতে হয় কয়েক ধাপ। প্রেমকে সরে গিয়ে এগিয়ে দিতে হয় প্রথম রিপুকে। তার সাথে যোগ দেয় তৃতীয় রিপু। পাসের বাড়ির বৌদির প্রতি সেই অনুভূতি এক রকম কিন্তু আপন মানুষটার প্রতি সেই আবেগ অন্যরকম। তবু তো সে কাম। সে মহারাজ। তার প্রয়োজন এক রানীর। যার সান্নিধ্যে এসে তাড়াতাড়ি একে অপরকে বুঝিয়ে দিতে পারবে প্রেম ছাড়াও তাহার অস্তিত্ব কতটা প্রখর। ফোনে ফোনে প্রেমালাপ যখন পাল্টে যায় দুস্টুমীতে, তখন তা যেমন বড্ড মিষ্টি তেমনি বড্ডো দুস্টু। নারী মনকে যেভাবে লেখক বাবু বার বার নানা পরিস্থিতে ফেলে পাল্টে ফেলতে সক্ষম হচ্ছেন তাতে বলতেই পারি তোমার সৃষ্ট চরিত্ররা কিন্তু সামনে পেলে তোমার কান মুলে দেবে। আর মিষ্টি হেসে বলবে - বড্ড দুস্টু এই ছেলেটা। আয় তো আমাদের সাথে একটু খোলা মাঠে হেঁটে আসি। একটু মুক্তির স্বাদ নিয়ে আসি।