07-03-2023, 03:22 PM
(07-03-2023, 12:44 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: কাহিনীর মোড় লেখক হস্তে যেইরূপ লাটিমের মত ঘুরপাক খাইতেছে তাহা বাস্তবিক মনে করাইয়া দিতেছে যে তিথির পরোয়া করা অতিথিরা কোনকালেই করে নাই। দ্বাদশ পর্ব অনবদ্য লাগিল। গতকল্য রাত্তিরেই পড়িয়া ছিলাম, লাইক ও রেপু দক্ষিণা তৎক্ষণাৎ দিয়াছি কিন্তু মন্তব্য পর্ব্ব দিবার সামর্থ্য শরীরে ছিল না। কিন্তু যেইরূপ কাহিনী বিস্তার লাভ করিয়াছে তাহাতে আগামী পৃষ্ঠার সংযোজনের আশায় উদগ্রীব হইয়াছি। P.T.O.
আমিও উদগ্রীব হয়ে থাকি আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।