07-03-2023, 01:05 PM
ক্যাথিড্রাল দেওয়া মামীর শরীরে। ডাক্তারের কাছে গেলাম পরের দিন সকালে আবার। ডাক্তার যা বললো, তাতে আশা করতে পারলাম, অন্তত ২/৩ দিন সময় আছে আমার হাতে। এর মধ্যে যদি জ্ঞান ফেরে তাহলে আশা করা যাবে, আর নাহলে বিদায়। বাড়ীর সবাইকে বললাম, মামীর অবস্থা। শেষ চেষ্টা করবো আমি, কিন্তু মামী না ফেরার দেশে চলে গেলে হয়তো লাশও আর দেখা হবে না। সকলে চোখের পানিতে বিদায় দিল।
মুন্সীগঞ্চে পৌছে গেলাম। কিনতু কোন নৌকার মাঝেকেই রাজি করাতে পারলাম না। আমাদের যেতে হলে নিজেরাই যেতে হবে। অন্য কেউ সহযোগিতা করবে না। বাধ্য হয়ে চ্যালেঞ্জ নিলাম। এই টা ছই ওয়ালা নৌকা কিনে ফেললাম। মামীকে শুয়ে দেওয়া হলো নৌকার ভিতরে। মাঝিদের কাছ থেকে নদী পথের ডিটেইল বর্ণনা নিয়ে রওনা হয়ে গেলাম। মাঝি রা আমাকে বারে বারে সাবধান করে দিল, বর্ডার পার হওয়ার সময় যেন রাত হয়, আর ঐ সময় নৌকার ইঞ্চিন বন্ধ করে চালানোর জন্য। জীবনের নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য রওনা দিলাম অজানা এক পথে।
__________________________
মুন্সীগঞ্চে পৌছে গেলাম। কিনতু কোন নৌকার মাঝেকেই রাজি করাতে পারলাম না। আমাদের যেতে হলে নিজেরাই যেতে হবে। অন্য কেউ সহযোগিতা করবে না। বাধ্য হয়ে চ্যালেঞ্জ নিলাম। এই টা ছই ওয়ালা নৌকা কিনে ফেললাম। মামীকে শুয়ে দেওয়া হলো নৌকার ভিতরে। মাঝিদের কাছ থেকে নদী পথের ডিটেইল বর্ণনা নিয়ে রওনা হয়ে গেলাম। মাঝি রা আমাকে বারে বারে সাবধান করে দিল, বর্ডার পার হওয়ার সময় যেন রাত হয়, আর ঐ সময় নৌকার ইঞ্চিন বন্ধ করে চালানোর জন্য। জীবনের নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য রওনা দিলাম অজানা এক পথে।
__________________________