07-03-2023, 09:31 AM
(07-03-2023, 02:04 AM)nextpage Wrote: সুখ নাকি সবার কপালে থাকে না, কি জানি ভগবান কার কপালে কি লিখেছেন কে জানে।অবশ্যই পলি এগিয়ে থাকবে। অন্তত আমার দৃষ্টিকোণ থেকে, পাঞ্চালির ভালোবাসাটা মন থেকে এসেছে। কোনো শারীরিক আকাঙ্খা নয়। কোন শারীরিক চাহিদা পূরণের জন্য নয়। হয়তো মানসিক চাহিদা পূরণের জন্যও নয়। শুধুমাত্র ভালোবাসার জন্যই ভালোবাসা।
অনেকে এমনিতেই সুখ পেয়ে যায় আবার অনেকেই হাজার চেষ্টাতেও সুখের দেখা পায় না।
সুখের মনে পালি নিয়ে কোন ভাবনা ছিল না কিন্তু পালির মনে ছিল কিন্তু প্রকাশ করার মত সুযোগ বা সময় কোনটাই পায় নি।
কাউকে ভালোবাসতে হলে তাকে রোজ দেখতে হয় না রোজ রোজ ভালোবাসি বলতে হয় না তাকে স্পর্শ করতে হয় না। সত্যিকারের ভালোবাসা হলেও না দেখেও অন্তরে রেখেও ভালোবাসা যায়। পালির মনের কোনেও কি সুখ ওমন করেই আছে? যেটা হয়তো কখনো ওর হবে না!
সুখ আর মোমোর ভালোবাসার মাঝে এখন পর্যন্ত শরীরের কানেকশন আছে অন্যদিকে পালির টা সে কি নিখাদ?
তবে কারটা এগিয়ে থাকবে?
অন্যদিকে মোমো তথা আমাদের দীপশিখার ভালোবাসাটা হচ্ছে, অনেকটা নিজেকে মানসিকভাবে শক্ত রাখার জন্য। গল্পের বিভিন্ন স্থানে, দীপশিখার মধ্যে মনুর প্রতি একটা শারীরিক দাবিও ফুটে উঠেছে। এটা ভালোবাসা হতে পারে না। এটা চাহিদা...
একজন বড় মিথ্যাবাদী, একজন বড় জাদুকরও