Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
অনেকেই অভিযোগ করেন আমার লেখায় কেন পায়খানা শব্দটি আসে ? আমি স্বেচ্ছায় আনি না । বিশ্বাস করুন । এসে যায় । কারণ , আমি অনেক সময় কলেজজীবনের , কলেজজীবনের কোন স্মৃতিকথা লিখি । তখন অনিবার্যভাবে এই শব্দটি এসে যায় । কারণ , সত্যি সত্যিই আমাদের কলেজে একটি ছেলে ছিল যে ক্লাসে পায়খানা করে রাখতো । এবার এই ঘটনার কথা লিখতে গিয়ে আমাকে ওই অপছন্দের শব্দটি আনতেই হয় । একটা ব্যাপার লক্ষ্যনীয় , আপত্তি মূলত শব্দটিকে নিয়েই । বাংলার  নবজাগরণের লাস্ট ব্যাচের প্রখ্যাত দার্শনিক শ্রী চন্দ্রিল বলেছেন , বাঙালির সবচেয়ে আনস্মার্ট শব্দ হল - ' পায়খানা ' । তাই বাঙালি ওই শব্দটি এড়িয়ে চলে । পটি শব্দটি অনেক বেশি ভদ্র । বলা উচিত অফিসিয়াল ! কর্পোরেট তো বটেই । 

 
সংবাদপত্রে এই নিউজটি অনেকেই পড়েছেন , যে কামারহাটির কাছে একটি জায়গায় নাম পরিবর্তনের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন । জায়গাটির নাম , জোড়াপায়খানা মোড় ! ভাবছি , যদি ওখানে আমার বাড়ি হতো! হয়তো বিয়ের আগে আমার বউয়ের সঙ্গে প্রথম দেখা । আমি নিজের পরিচয় দিতে গিয়ে বললাম , আমার বাড়ি জোড়াপায়খানার মোড় ! তারপর সে কি আমাকে বিয়ে করতো । উত্তর নিশ্চয়, না । সাহেব কবি বলেছেন , গোলাপ কে যে নামেই ডাকা হোক, গোলাপ তো গোলাপই থাকে । আমি বলি , গোলাপকে পায়খানা বলে ডাকুন । পারবেন ? কি বলবেন , ভ্যালেন্টাইন্স ডে তে অমুকের বয়ফ্রেন্ড তার প্রেমিকাকে ১৪ টি পায়খানা গিফট করেছে ! কেন, কবি যে বলেছেন , গোলাপকে যে নামেই ডাকা হোক .... !  সত্যি কথা বলতে , এই আপত্তিকর শব্দটি বাংলা নয় , ফারসি শব্দ থেকে এসেছে । তবু এটা চেঞ্জ করে অন্য কোন ভালো বাঙালি নাম দেওয়া যায়নি । এক বিদেশি শব্দের পাপ ঢাকতে আশ্রয় নেওয়া হয়েছে অপর বিদেশি শব্দের । এ ঘোর অন্যায় । আর সাহেব কবির ওই কথাটি আদ্যন্ত ভাট! গোলাপকে গোলাপ বলেই ডাকুন , জোলাপকে জোলাপ । নামে অনেককিছুই এসে যায়  । 
 
আমার হোস্টেল লাইফে কেউ বলতো না , পায়খানা যাচ্ছি ।  বিভিন্ন কোডনেম ছিল । কেউ বলতো ডাউনলোড করে আসি , কেউ বলতো ধ্যানে বসবো , কেউ বলতো অনেক জমিয়েছি খরচ করে আসি । এক অতি বদ সিনিয়র গভীর রাতে একটি হুইসেল ফুঁকতে ফুঁকতে বাথরুম যেতো । আবার বাথরুমে গিয়েও হুইসেল ফুঁকতো । সে ফুটবলের রেফারি হতে চেয়েছিল , পারেনি । এক বন্ধু প্রেমে এতো আঘাত পেয়েছিল যে , সে বলতো সকাল সকাল বড্ড প্রেম পেয়েছে , করে আসি । এই ছিল বিষাক্ত প্রেমের প্রতি তার শাব্দিক প্রতিবাদ । এক রসিক বন্ধু বলতো , ভাই বেহালা যাচ্ছি । তার কোষ্ঠকাঠিন্য ছিল । অনেক সময় লাগতো । আর হস্টেলের যে টয়লেটটা কেউ ইউজ করে না , সেখানে সে প্রায় এক দু ঘণ্টা কাটিয়ে আসতো । রুম থেকে টয়লেট অবধি যেতে অনেক টাইম লাগতো । তাই , টয়লেটকে সে বেহালা বলে ডাকতো ! আজ সেখানে মেট্রো হয়েছে জেনে সে নিশ্চয় খুব খুশি । আমার এইসব রসিক বন্ধুরা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে একটি আনস্মার্ট বাঙালি শব্দকে এড়িয়ে গেছে । এমনকি তারা পটি শব্দটিও ব্যবহার করতো না । 
 
আমার কেন জানিনা মনে হয় , পায়খানা শব্দটির মধ্যে একটা অপমানও লুকিয়ে আছে । আমার এক সাংঘাতিক মেধাবী বন্ধু তিন ঘণ্টার কঠিন ফিজিক্স পরীক্ষা দু ঘণ্টায় শেষ করে । স্যারকে খাতা জমা দিতে গেলে স্যার গোটা ব্যাচের সামনে বলে ওঠেন , তোমার কি পায়খানা পেয়েছে , এতো তাড়াতাড়ি শেষ করলে ! ওখানে উপস্থিত প্রায় দশটি মেয়ে আর পাঁচটি ছেলে খিলখিল করে হেসে ওঠে । আমার মেধাবী বন্ধুটির খিল্লি উড়ে যায় বিনা দোষে ।  আমার তো মনে হয় এই শব্দটি চেঞ্জ করে অন্য কিছু বলা গেলে এই অপমান , আপত্তি , অস্বস্তির অবসান ঘটবে । যেমন ধরুন , সেপটিক ট্যাংকের নাম হয়ে গেলো - রুপসাগর ! খুব ভালো হল না ? আপনি বলবেন , কাল লোক আসবে বাড়ির রূপসাগর পরিষ্কার করতে । কি স্মার্ট শোনাবে বলুন ! ধরা যাক পায়খানার নাম পাল্টে  , মিহিমেঘ রাখা হল । লোকে বলবে , সকালে মিহিমেঘ যেতে গিয়ে দেরি হয়ে গেলো । অথবা সে মিহিমেঘ চাপতে পারেনি , করে ফেলেছে । অথবা কাল রাতে আমাদের বাড়ির উঠোনে কেউ মিহিমেঘ করে রেখে গেছে । আমি জাস্ট একটা কথার কথা বললাম । যে বাঙালি ফেসবুকে দিনরাত সাহিত্য করছে সে একটা আনস্মার্ট শব্দকে এড়িয়ে যেতে কেন একটা বিলিতি শব্দের সাহায্য নেবে ! নিজে কিছু বানাতে পারবে না ! বাদ দিন মশয় ঝগড়ানন্দ চ্যানেলের বাংলা ভাষা নিয়ে বাসিসিঙ্গারালোভী বিতর্কসভার। আগে একটা ভালো একটা শব্দ বানান , তারপর কথা হোক ....
 
 
--Bourses--
Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by ddey333 - 06-03-2023, 02:03 PM



Users browsing this thread: 26 Guest(s)