05-03-2023, 01:28 AM
(04-03-2023, 09:29 PM)Bumba_1 Wrote: মাধুরীকে যদি প্রেমের আলিঙ্গনে সে না পায়, তাহলে সেই মুখে আর কবিতা ফুটবে না। সেই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা। হয়তো শুকিয়ে যাবে সব আবেগের নদী। রুমা যদি তাকে না ভালোবাসে, তবে কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা। লক্ষী যদি প্রেমের দৃষ্টিতে না তাকায়, তাহলে সেই চোখ দেখবে না কিছু। উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে। সন্ধ্যাতারা মনে হবে মৃত নিষ্পলক চোখ। যদি তারা কেউ ফিরে না তাকায়, এই মর্মে আর পল্লবিত হবে না কবিতা। তারা যদি না দেয় চুম্বন, এই মুখে ফুটবে না ভাষা। মরা গাঙে জাগবে না ঢেউ, দুই তীরে প্রাণের স্পন্দন, হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ। হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান। তাই ভালোবাসা অনিবার্য .. তাই ফুল ফুটুক না ফুটুক বসন্ত আসবেই।
দুর্দান্ত লাগলো এই পর্বটি এই ভাবেই এগিয়ে চলুক উপন্যাসটি।
এমন মন্তব্যে মনে স্পৃহা জাগে... লেখার।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।