04-03-2023, 08:46 PM
(04-03-2023, 12:24 PM)cuck son Wrote: শুরুতেই মোবাইল ফোন সম্পর্কে আপনার আলোচনা আমাকে দুঃখ ভারাক্রান্ত করে দিয়েছে । সেই ভারাক্রান্ত মন নিয়েই বাকি অংশ পড়লাম ।
এই গল্পে আমার সবচেয়ে অপছন্দের ক্যারেক্টার কৌশিক , শালা সব পারে , সে ছবি আঁকতে পারে , মাউথ অর্গান বাজাতে পারে , গিটার বাজাতে পারে, আরও কত কিছু পারে (গান গাইতে পারে কিনা মনে করতে পারছি না)। আবার সে হেন্ডসাম পুরুষ , এই ধরনের লোক দেখলেই আমার হাত নিশপিশ করে , ইচ্ছা করে একটা ঘুষি লাগিয়ে দেই । অবশ্য এই ঘুষি দিতে গেলেও সমস্যা দেখা দেবে , দেখা যাবে অজয় দেবগন এর মত আমার ঘুষি আটকে দিয়ে উল্টো আমাকেই একটা লাগিয়ে দিয়েছে ।
আলেয়ার জন্য সমবেদনা , উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে পরছে , ফিদা হচ্ছে মাধুরি , দোষ পরছে আলেয়ার ।
থাক কৌশিক কিছু মনে করিস না বাবা , দোষ তোর না , সব দোষ ওই লেখকের , প্রথমেই মোবাইল নিয়ে অরকম আলোচনার কি দরকার ছিলো?
মন খারাপের কি হলো? সত্যটাই বললাম তো। আমিও যে একই দোষে দুষ্ট।
যে সব পারে তারও খুদ থাকে তাই ব্যাটা কৌশিকের কি খুদ আছে সেটা বের করতে হবে।
আলেয়া মাধুরী কৌশিক একটা ত্রিকোণ সম্পর্ক করে দেই কি বলো!
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।